ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় আর্জেন্টিনা কোচ
২৫ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম

নিজেদের সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষেও কঠিন লড়াই হবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পাল্টা আক্রমণে মনোযোগ বিশ্বকাপজয়ী কোচের।
ফুটবলের সবচেয়ে কাঙ্খিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায়, আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে।
হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলই তাদের তারকা খেলোয়াড়কে পাচ্ছে না। ব্রাজিল হারিয়েছে নেইমারকে। আর্জেন্টিনা খেলবে লিওনেল মেসি, পাওলো বিদালা, লাউতারো মার্তিসেনদের মতো তারকা ফরোয়ার্ডদের ছাড়াই। একগাদা ফুটবলারকে এই মাসের দুটি ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না চোটের কারণে। উরুগুয়ের মাঠে দ্বিতীয়ার্ধে তিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
দরিভাল জুনিয়রের কোচিংয়ে ব্রাজিল পায়ের নিচে মাটি খুঁজছে। পয়েন্ট তালিকার দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাছাইয়ে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় না পেলে নেমে যেতে হতো ছয় নম্বরে।
তারপরও তারা বিশ্বের সেরা দলগুলোর একটি বলে মনে করেন স্কালোনি।
“আগামীকাল উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মতোই একটি ম্যাচ হবে বলে আমরা ধারণা করছি। মাঠে আধিপত্য বিস্তার করতে পারি আমরা এবং তারাও সেটা পারে। ব্রাজিল দলের আমাদের ওপর আধিপত্য বিস্তার করার সামর্থ্য রয়েছে, কারণ তারা বিশ্বের সেরা দলগুলোর একটি এবং ম্যাচটির জন্য আমরা প্রস্তুত থাকব।”
“আমরা পাল্টা আক্রমণ করতে এবং তাদের অর্ধে আমাদের ধরনে খেলতে প্রস্তুত থাকব, পাল্টা আক্রমণের কৌশলে খুব মনোযোগী থাকব। আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের নিয়ে আমাদের লক্ষ্য হবে বল নিয়ন্ত্রণ করা এবং তা দিয়ে কার্যকর হওয়া।”
সতর্ক থাকার পাশাপাশি প্রতিপক্ষকে পাল্টা আঘাত করার বার্তাও দলকে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ।
“এই বড় ম্যাচগুলো সবসময় এভাবেই হয়, কঠিন। (প্রতিপক্ষ শিবিরে) মাঝমাঠ থেকে ওপরের দিকে যেসব খেলোয়াড় আছে, তাদের নিয়ে তারা আক্রমণাত্মক দল এবং আমাদের সেই আক্রমণ সামলাতে হবে, সতর্ক থাকতে হবে, বল নিয়ন্ত্রণ করে তাদের আঘাত করার চেষ্টা করতে হবে।”
আর্জেন্টিনাকে প্রায় ছয় বছর ধরে হারাতে পারছে না ব্রাজিল, প্রতিপক্ষের মাঠের হিসাবে ১৬ বছর। আর্জেন্টিনায় স্বাগিতকদের বিপক্ষে সবশেষ ২০০৯ সালে জিতেছিল ব্রাজিল। আর সব মিলিয়ে সবশেষ জয় এসেছিল ২০১৯ সালে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে। পরের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, সবকটি ১-০ ব্যবধানে।
এই ম্যাচে হার এড়াতে পারলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে শিরোপাধারীদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র