আর্জেন্টিনার এই জয় বাংলাদেশেরও
২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১২:০২ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে গুঁড়িয়ে দেওয়ার পর এনজো ফার্নান্দেসের উচ্ছ্বাস নানাভাবেই ফুটে উঠছে সামাজিক মাধ্যমে। সেই আনন্দের জোয়ারে আছে বাংলাদেশের প্রতি ভালোবাসার ¯্রােতও। অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার।
আর্জেন্টিনার এই জয়ে বড় অবদান ছিল ফার্নান্দেসের। দলের দ্বিতীয় গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় গতকাল সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ফার্নান্দেসের প্রথম বার্তাটি ছিল রাফিনিয়ার জন্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের আগে বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে আমরা হারাবো... অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করবো... নিজের সবকিছু নিয়েই নামছি আমি...।’
রাফিনিয়ার এমন মন্তব্য নিয়ে ম্যাচের আগে পরিস্থিতি ছিল কিছুটা উত্তপ্ত। সংবাদ সম্মেলনে সেই আঁচও লেগেছিল। শেষ পর্যন্ত রাফিনিয়ারা মাঠে তেমন কিছুই করতে পারেননি। আর্জেন্টিনার একতরফা ও দাপুটে ফুটবলের প্রদর্শনীর সামনে তারা ছিলেন অসহায়। ম্যাচের পর হাস্যোজ্জ্বল উদযাপনের ছবি পোস্ট করে ফের্নান্দেস লেখেন, ‘পরের বার বিনয়ী থেকো রাফিনিয়া।’ এরপর আরেকটি ছবি পোস্ট করেন তিনি, যেটি ছিল দলীয় উদযাপনের, সেখানে তিনি ও আরও কয়েকজন ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ভঙ্গি করছেন। বলার অপেক্ষা রাখে না, এই উদযাপন কার বা কাদের প্রতি ইঙ্গিত!
একটু পরই আরেকটি পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও।’ সেখানে পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।
ফার্নান্দেস ও আর্জেন্টাইন ফুটবলারদের প্রায় সবার প্রতিটি পোস্টেই বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা দেখা যায় প্রবল। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এই মিডফিল্ডার। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অনুরাগ অনেক বছর ধরেই চলে আসছে। তবে গত বিশ্বকাপের সময়কার উন্মাদনা থেকেই এটা ভালোভাবে জানতে পেরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা ও সে দেশের অনেক মানুষ।
এদিকে, মাঠের ফুটবলে যা হয়েছে, দরিভাল জুনিয়রের কণ্ঠেও সেটির প্রতিফলন। ব্রাজিলের কোচ অকপটেই বললেন, আর্জেন্টিনার বিপক্ষে প্রথম মিনিট থেকেই লড়াইয়ে ছিলেন না তারা। দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইটি হয়েছে একতরফা। দাপুটে ফুটবল খেলে ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। ম্যাচের পর সেই আত্মসমর্পণের ছোঁয়া কোচের কণ্ঠেও, ‘আজকে (গতকাল) প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল।’
বাছাইয়ের ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে এখন চার নম্বরে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে এবার সরাসরি বিশ্বকাপে খেলবে ৬টি দল। আরও একটি দলের সুযোগ থাকবে প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। ব্রাজিলের শঙ্কা তাই খুব একটা নেই। তবে দলের যা পারফরম্যান্স, তাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রমেই পরিণত হচ্ছে ঐতিহ্যের কঙ্কালে। তবে আশার কথাও শোনালেন দরিভালে। কোচের বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর পথ ঠিকই বের করে নেবে তার দল, পাবে আলোর দেখা, ‘এটা উল্লেখযোগ্য একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভেতর আছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা পথ বের করে নেব (ঘুরে দাঁড়ানোর)।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র