অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনেও একক প্যানেল!
২৩ জুলাই ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১২:০৪ এএম
সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন যেন নির্বাসনে গিয়েছে। নতুন নির্বাচনের ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। এখন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ (যারা ‘ফোরাম’ নামে পরিচিত) তাদের নির্বাচনী কৌশল পাল্টিয়েছে। বিভিন্ন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষে যেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটযুদ্ধ হওয়ার কথা, সেখানে সমঝোতার একক প্যানেল করে ফেডারেশনগুলোর নির্বাহী কমিটিতে নিজেদের পছন্দের লোকদের জায়গা করে দিচ্ছে ‘ফোরাম’! এই সংগঠনটির নতুন কৌশলের কারণে নির্বাচন করতে চাইলেও তা পারছেন না প্রকৃত ক্রীড়া সংগঠকরা। কাউকে হুমকি দিয়ে, কাউকে ম্যানেজ করে, আবার কাউকে আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত রাখা হয় না কমিটিতে। ফলে যোগ্য ও দক্ষরা বাদ পড়ে আনকোরা ক্রীড়া সংগঠকরা জায়গা পাচ্ছেন ফেডারেশনগুলোর নির্বাহী কমিটিতে। এতে ক্রীড়া উন্নয়নের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। একই ঘটনা ঘটেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনেও। ব্যাডমিন্টন ও হকি ফেডারেশনের নির্বাচনের মতো এবার অ্যাথলেটিক্সেও একক প্যানেলই থাকছে। ফলে এই ফেডারেশনের নির্বাচনেও ভোটযুদ্ধ হচ্ছে না।
আগামী ৩০ জুলাই অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন। যদিও নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন। তবে ওইদিন পবিত্র আশুরার ছুটি থাকায় পরের দিন নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে রোববার এক বিজ্ঞপ্তি জারি করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও প্রধান নির্বাচন কমিশনার এস এম শাহ হাবিবুর রহমান হাকিম। অ্যাথলেটিক্সের নির্বাচনকে সামনে রেখে রোববারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ২৮ কার্যনির্বাহী কমিটির পদের বিপরীতে ২৮টিই মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আগের কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী এবং সাবেক নারী অ্যাথলেট মাহবুবা বেলী এবার মনোনয়নপত্র কিনলেও জমা দেননি অদৃশ্য কারণে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফরিদ খান একজন সাবেক কৃতি অ্যাথলেট হলেও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সঙ্গে দূরত্বের কারণে তিনি ফেডারেশনের নতুন কমিটিতে জায়গা পাননি। কমিটিতে ঠাঁই পাননি সাবেক তারকা অ্যাথলেট মিজানুর রহমানও। দুই বারের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিসের সঙ্গে এক প্রকার প্রতারণাই করা হয়েছে। মনোনয়নপত্র কিনবেন বলে সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ তার নামে মনোনয়নপত্র কিনেছে বলে জানায়। কিন্তু শেষ পর্যন্ত সদস্য পদেও রাখা হয়নি চেঙ্গিসকে। এছাড়া আরেক সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম কাউন্সিলরশিপই পাননি। শামীমা সাত্তার মিমু এবং তোফাজ্জল হোসেনের মতো সাবেক তারকা অ্যাথলেটরা কমিটির সদস্য পদেও জায়গা পাননি! দেশের ক্রীড়াবিদ তৈরীর একমাত্র ক্রীড়াবিজ্ঞান প্রতিষ্ঠান বিকেএসপি,জাতীয় চ্যাম্পিয়নশিপের অন্যতম দুই সেরা সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর কাউন্সিলরদেও রাখা হয়নি কমিটিতে।
একক প্যানেল হওয়ায় বর্তমান সাধারণ সম্পাদক মন্টু পুনরায় নির্বাচিত হচ্ছেন। সাধারণ সম্পাদকের মতো কোষাধ্যক্ষ জামাল হোসেনও স্বপদে বহাল থাকছেন। সহ-সভাপতি পদে অবশ্য বড় ধরনের রদবদল এসেছে। পাঁচ সহ-সভাপতির মধ্যে গত কমিটির দু’জন রয়েছেন। বাকি তিন সহ-সভাপতি একেবারেই নতুন। তিনজনই পৃষ্ঠপোষক হিসেবে অ্যাথলেটিক্স ফেডারেশনে যুক্ত হচ্ছেন। কার্যনির্বাহী কমিটির ২৮ পদের মধ্যে ১৯টি পদ পেয়েছেন রাজধানীর বাইরের কাউন্সিলরা।
অ্যাথলেটিক্সের নতুন কমিটি
সহ-সভাপতি: অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন (লক্ষ্মীপুর), মোহাম্মদ জায়েদুল আলম (বাংলাদেশ পুলিশ), মোয়াজ্জেম হোসেন, এস এম ফারুকী হাসান ও গোলাম মোর্শেদ। সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। যুগ্ম সম্পাদক: এস এম শরাফত আলী (অ্যাথলেট অ্যাসোসিয়েশন) ও মাসুদ জাহাঙ্গীর কবির (রংপুর)। কোষাধ্যক্ষ: জামাল হোসেন (গাজীপুর)।
কার্যনির্বাহী সদস্য: ফারুকুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি (মহিলা ক্রীড়া সংস্থা), মো.সাঈদ হাসান লোবান (লালমনিরহাট) , রফিক উল্ল্যা আখতার মিলন (নোয়াখালী), শর্মিষ্ঠা রায় (চট্টগ্রাম বিভাগ), আবু হেনা মোস্তফা কামাল (চট্টগ্রাম জেলা), মো. শফিকুর রহমান (কিশোরগঞ্জ), আবদুল মান্নান মানি (গোপালগঞ্জ), রুনা লায়লা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মানিক দত্ত (শেরপুর), শ্রী নিবাস হালদার (যশোর), শুসেন চন্দ্র শীল (ফেনী), মো. সাইফুর রহমান রাজ্জাক (শরীয়তপুর), প্রবীর কুমার গুপ্ত (ঠাকুরগাঁও), মো. মনিরুজ্জামান জামাল (বরগুনা), অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক (মাগুরা), মো. আজমল হোসেন (পাবনা), মো. আখতারুজ্জামান মৃধা (বেসরকারী শারীরিক শিক্ষা কলেজ) ও আবুল কালাম (চাঁদপুর)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
‘আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না’, ভিডিও কলে পুতিন-শি
পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত -৭ বাড়ীঘর, মটরসাইকেল ভাংচুর, লুটপাট
খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ
‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং ভোগান্তি কমবে
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত