ভারতকে হারানোর ‘কৌশল’ জানা অস্ট্রেলিয়ার
১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরের ফাইনাল আগামীকাল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
লিগ পর্ব থেকে সেমিফাইনাল- টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অপ্রতিরোধ্য ভারত। আসরের একমাত্র অপরাজিত দল তারই। তবে ভারতের তকমা কেড়ে নিতে আত্মবিশ্বাসী অজিরা। ফাইনালে রোহিত শর্মাদের হারিয়েই ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে চায় তারা। ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদি অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। তিনি জানান, ফাইনালে ভারতকে হারানোর কৌশল জানা আছে অস্ট্রেলিয়ার। গতপরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারানোর পর ফাইনালের প্রতিপক্ষ ভারত নিয়ে কথা বলেন হ্যাজলউড। ৩২ বছর বয়সী এই পেসার বলেন, ‘ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত হলেও কিছু খুঁত তাদের রয়েছে এবং আমাদের দল জানে কোন পদ্ধতিতে আগামী রোববারের ফাইনালে তাদের বিপক্ষে এগোতে হবে।’
লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর দুরন্ত গতিতে ছুটছে ভারতের জয়রথ। অজিদের হারিয়ে পরের টানা আট ম্যাচ জিতে অপরাজিত থেকেই বিশ^কাপের শেষ চারে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দীর্ঘ একযুগ পর (২০১১ সালের পর) ফের বিশ^কাপের ফাইনালে উঠলো ভারত। ভারতীয়দের পর লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও হারে অস্ট্রেলিয়া। এরপর অবশ্য পেছন ফিরে তাকাতে হয়নি অজিদের। লিগ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে টানা আট ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতকে মোকাবেলার জন্য অজিরা পুরোপুরি প্রস্তুত বলে জানান হ্যাজেলউড, ‘সত্যি বলতে, ভারত খুবই ভালো ক্রিকেট খেলছে। তাদের ভালো মানের পেসার, স্পিনার ও ব্যাটার আছে। প্রতিটা বিভাগেই ভালো পারফর্ম করছে তারা।’
এবারের টুর্নামেন্টে প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে চাপে রাখার কথা জানান হ্যাজেলউড, ‘দ্বিতীয় ইনিংসে বোলিং করলেও আমরা নতুন বলে বেশ ভালই চাপে রাখছি বিপক্ষ দলকে। প্রথমে বল করার ক্ষেত্রেও একইরকম হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে এবং ফাইনালের আগে এটার উপরই আমরা বেশি জোর দিচ্ছি। আমরা কৌশল জানি এবং আশা করি রোববারও (আগামীকাল) একইভাবে এগুবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা