মেসিদের জার্সি গায়ে অনুশীলনে আর্জেন্টিনা কাবাডি দল
১১ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছে আর্জেন্টিনা কাবাডি দল। আগামীকাল পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা। এতে অংশ নিচ্ছে ১২টি দল। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, কেনিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক ও পোল্যান্ড। টুর্নামেন্টকে সমানে রেখে গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুশীলন করেছে আর্জেন্টিনা কাবাডি দল। অনুশীলনে তারা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমি মার্তিনেজদের জার্সি গায়ে ঘাম ঝরিয়েছে।
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কাবাডিতে একটি কিংবা দুটি ম্যাচে জিততে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে দলের কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আমরা প্রথমবার বাংলাদেশে এসেছি আন্তর্জাতিক ম্যাচ খেলতে। এখানে দুয়েকটি ম্যাচ জিতলেই আমরা খুশী।’
শিষ্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন কোচ। তবে শেষ দিকে এসে কোচের মনটা খারাপ হয়ে যায় দলের অন্যতম খেলোয়াড় পাওলো ইনজুরিতে পড়ায়। দু’জন খেলোয়াড় পাজাকোলে করে পাওলোকে গাড়িতে তুলে দেন। অনুশীলন শেষে আক্ষেপ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘বাংলাদেশে আজই (গতকাল) আমাদের প্রথম অনুশীলন ছিল এটি। ১২ জনের দলে একজন ইনজুরিতে পড়েছে। খুবই খারাপ লাগছে। তবে আমি আশাকরি বাকি ১১ জন ভাল খেলবে।’ আর্জেন্টিনার চেয়ে ঢাকার আবহাওয়া অনেক পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন রিকার্দো। তার কথায়, ‘ঢাকায় অনেক গরম অনুভব করছি। অনুশীলন করতে এসে বেশ কটি পানির বোতল শেষ করে ফেলেছে ছেলেরা। তবে আবাহওয়া অসহনীয় নয়।’ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসার আগে তিন মাস অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। কাবাডি খেলতে এলেও শিষ্যরা আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি গায়ে চাপানো প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলের এই খেলোয়াড়রা কাবাডি খেললেও তারা ফুটবলের অকুণ্ঠ ভক্ত। তাই তারা কেউ মেসি, কেউ মার্তিনেজের জার্সি গায়ে চাপিয়ে অনুশীলন করেছে।’
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। বিষয়টি উল্লেখ করে কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আর্জেন্টিনা ফুটবলের অগনিত ভক্ত বাংলাদেশের রয়েছেন। ঢাকা বিমান বন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে এদেশের মানুষ অনেক ভালবাসা দিয়েছে। আমি হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দিয়েছি। এক মুহূর্তের জন্যও আমার মনে হয়নি আমি বাংলাদেশে আছি। মনে হয়েছে আর্জেন্টিনাতেই রয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ