মেসিদের জার্সি গায়ে অনুশীলনে আর্জেন্টিনা কাবাডি দল
১১ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছে আর্জেন্টিনা কাবাডি দল। আগামীকাল পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা। এতে অংশ নিচ্ছে ১২টি দল। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, কেনিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক ও পোল্যান্ড। টুর্নামেন্টকে সমানে রেখে গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুশীলন করেছে আর্জেন্টিনা কাবাডি দল। অনুশীলনে তারা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমি মার্তিনেজদের জার্সি গায়ে ঘাম ঝরিয়েছে।
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কাবাডিতে একটি কিংবা দুটি ম্যাচে জিততে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে দলের কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আমরা প্রথমবার বাংলাদেশে এসেছি আন্তর্জাতিক ম্যাচ খেলতে। এখানে দুয়েকটি ম্যাচ জিতলেই আমরা খুশী।’
শিষ্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন কোচ। তবে শেষ দিকে এসে কোচের মনটা খারাপ হয়ে যায় দলের অন্যতম খেলোয়াড় পাওলো ইনজুরিতে পড়ায়। দু’জন খেলোয়াড় পাজাকোলে করে পাওলোকে গাড়িতে তুলে দেন। অনুশীলন শেষে আক্ষেপ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘বাংলাদেশে আজই (গতকাল) আমাদের প্রথম অনুশীলন ছিল এটি। ১২ জনের দলে একজন ইনজুরিতে পড়েছে। খুবই খারাপ লাগছে। তবে আমি আশাকরি বাকি ১১ জন ভাল খেলবে।’ আর্জেন্টিনার চেয়ে ঢাকার আবহাওয়া অনেক পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন রিকার্দো। তার কথায়, ‘ঢাকায় অনেক গরম অনুভব করছি। অনুশীলন করতে এসে বেশ কটি পানির বোতল শেষ করে ফেলেছে ছেলেরা। তবে আবাহওয়া অসহনীয় নয়।’ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসার আগে তিন মাস অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। কাবাডি খেলতে এলেও শিষ্যরা আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি গায়ে চাপানো প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলের এই খেলোয়াড়রা কাবাডি খেললেও তারা ফুটবলের অকুণ্ঠ ভক্ত। তাই তারা কেউ মেসি, কেউ মার্তিনেজের জার্সি গায়ে চাপিয়ে অনুশীলন করেছে।’
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। বিষয়টি উল্লেখ করে কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আর্জেন্টিনা ফুটবলের অগনিত ভক্ত বাংলাদেশের রয়েছেন। ঢাকা বিমান বন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে এদেশের মানুষ অনেক ভালবাসা দিয়েছে। আমি হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দিয়েছি। এক মুহূর্তের জন্যও আমার মনে হয়নি আমি বাংলাদেশে আছি। মনে হয়েছে আর্জেন্টিনাতেই রয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক