সাফে খেলবে কুয়েত
০৩ মে ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে না সউদী আরব ও মালয়েশিয়া। তবে আশার কথা মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত সাড়া দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ডাকে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর আশা শুরুতেই যেন মিইয়ে যাচ্ছিল সাফ কর্তাদের। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ করতে এগিয়ে এসেছে কুয়েত। তথ্যটি গতকাল নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘ফিফার নিষেধাজ্ঞা থাকায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারছে না শ্রীলঙ্কা। তবে আগামী ২১ জুন থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে সপ্তম দল হিসেবে খেলতে সম্মতি দিয়েছে কুয়েত। তাদের জাতীয় দলই আসবে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যদিও কুয়েতের র্যাঙ্কিং ভারতের পেছনে (১৪৩)। তারপরও আমরা শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার বাইরের দলকে পাচ্ছি বলে সাফ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে আশা করছি।’ তিনি যোগ করেন, ‘আমরা আরেকটি দল খুঁজছি। এ জন্য ফিলিপাইন ও সিরিয়াসহ বেশ ক’টি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী শনিবার ঢাকায় সাফের কংগ্রেসে চুড়ান্তভাবে জানানো হবে কয়টি দল নিয়ে হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।’
বিভাগ : খেলাধুলা