আইএইচএফ ট্রফি হ্যান্ডবলের লোগো উন্মোচন
০৬ মে ২০২৩, ০৯:৪৩ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার জাতির বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (যুব ও জুনিয়র) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং মালদ্বীপ অংশ নেবে। আগামী ১৩ মে টুর্নামেন্টের খেলা হয়ে চলবে ১৭ মে পর্যন্ত। আসরটিকে সামনে রেখে শনিবার বিকালে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নমেন্টের লোগো উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফির মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিভাগ : খেলাধুলা