ব্যাডমিন্টন নির্বাচনে রানার প্রতিপক্ষ বাহার
১৫ মে ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মনোনয়নপত্র জমাদানের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দু’পক্ষ এখন সরব। একদিকে সাবেক জাতীয় তারকা শাটলাররা। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠকরা। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্রতিপক্ষ হয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দুই পক্ষই তাদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১ টি এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত আমির হোসেন বাহারের প্যানেল ২৭টি মনোনয়ন জমা দিয়েছে। ব্যাডমিন্টনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক একটি, যুগ্ম সম্পাদক দু’টি, কোষাধ্যক্ষ একটি, সহ-সভাপতি চারটি ও নির্বাহী সদস্য ১৬টি পদ রয়েছে। সাধারণ সম্পাদক পদে জমা পড়েছে তিনটি মনোনয়নপত্র। রানা ও বাহার ছাড়াও সাধারণ সম্পাদক পদে নিজের মনোনয়নপত্র জমা দেন আলমগীর হোসেনও। একই সঙ্গে এই তিনজন সহ-সভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ দফায় দফায় একক প্যানেল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। দু’পক্ষই দুই বিষয়ে অনড় থাকায় দুই প্যানেল থেকে মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে অবশ্য আলোচনার সুযোগ দেখছেন দুই প্যানেলের সংগঠকরাই। রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী নারী শাটলার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য পদে প্রার্থী হয়েছেন। অন্য দিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে তারকা ক্রীড়াবিদ নেই বললেই চলে। সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে তাদের পরিচিতিও খুব কম। এরপরও ভোটযুদ্ধে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ ব্যাডমিন্টনের নির্বাচনে ৯৮ ভোটের মধ্যে ৬৯ টি জেলা-বিভাগের।
মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আপনারা যদি দু’টি প্যানেল বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন ব্যাডমিন্টনের প্রকৃত এবং যোগ্য মানুষ কোথায় বেশি। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য আশা করি ভোটাররা তা বিবেচনা করবেন।’ আমির হোসেন বাহার বলেন,‘দেশে ব্যাডমিন্টন খেলাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবং খেলাটির উন্নয়নে কাজ করবো বলেই প্রার্থী হয়েছে। অতীতে দায়িত্বে থেকে যা করতে পারিনি নির্বাচিত হলে এবার তা করে দেখাবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
নির্বাচন যত দ্রুত হবে, জনগণের কাছে তত গ্রহনযোগ্য হবে- মির্জা ফখরুল
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী