হকির নির্বাচনে হাইকোর্টের নির্দেশনা
১৮ জুন ২০২৩, ০৯:১৮ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। যা শেষ পর্যন্ত ক্রীড়াঙ্গন ছাপিয়ে আদালত পাড়ায় গড়িয়েছে। নির্বাচনকে সামনে রেখে ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সংক্রান্ত আপত্তি গ্রহণ করে তা আমলে নিয়ে শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা জারি করেছে হাইকোর্ট। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী বাহফের নির্বাচনের জন্য এনএসসির গঠিত নির্বাচন কমিশনকে তিন দিনের মধ্যে এই শুনানি শেষ করতে হবে।
ঢাকা ইউনাইটেডের সাজেদ এ এ আদেল এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের জহিরুল ইসলাম মিতুল কাউন্সিলরশিপ নিয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করেন। গত ১৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি শওকত হোসেন চৌধুরি সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে এমন নির্দেশনা দেন। হাইকোর্টের এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে রোববার পেয়েছে এনএসসি। আদালতের নির্দেশনা পেয়েই তিন দিনের মধ্যেই আপত্তি আমলে নিয়ে শুনানির উদ্যোগ গ্রহণ করেছে এনএসসি। জানা গেছে, মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে শুনানীর আয়োজন করবে এনএসসির নির্বাচন কমিশন।
বাহফের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এনএসসির পরিচালক (অর্থ) সাইদুর রশিদ। তিনি হাইকোর্টের নির্দেশনা এবং শুনানি সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে রোববার এ বিষয়ে এনএসসির সচিব পরিমল সিংহ বলেন,‘মহামান্য আদালত হকি ফেডারেশনের নির্বাচন নিয়ে একটি নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক নির্বাচন কমিশন আগামী পরশু (মঙ্গলবার) শুনানির দিনক্ষণ ধার্য করেছে বলে জানতে পেরেছি।’
বাহফের নির্বাচন প্রায় শেষ এসে পৌঁছেছে। নতুন নির্বাহী কমিটির জন্য ২৮ পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন পত্র জমা না পড়ায় এনএসসি ইতোমধ্যে নির্বাচনের প্রাথমিক ফলাফলও ঘোষণা করেছে। যা বিধি সম্মত হয়নি। এ নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বয়ে গেছে। তবে সাজেদ আদেল ও মিতুলের রিটের প্রেক্ষিতে চূড়ান্ত ফলাফল বা প্রজ্ঞাপন জারি করার আগেই হাইকোর্টের নির্দেশনা গ্রহণ বাধ্য হয়েছে এনএসসি। দেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এ বিষয়ে এনএসসির সচিব বলেন, ‘সংক্ষুব্ধ হলে যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারেন। আদালত আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করে মহামান্য আদালতকে অবহিত করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ