ক্যাসিনো কাণ্ডে বন্ধ ক্লাবগুলো জুলাইয়ে খুলছে!
১৯ জুন ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
অবৈধ জুয়া ক্যাসিনো চালানোর দায়ে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সিলগালা করে দেয়া হয় মতিঝিল পাড়ার ফকিরেরপুল ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্সসহ রাজধানীর বেশ কয়েকটি ক্লাব। দুই দিন পর আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের একাংশ তালাবদ্ধ করা হয়। এরপর থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে ফকিরেরপুল, ওয়ান্ডারার্স, আরামবাগ, দিলকুশা ও ভিক্টোরিয়া। ফলে প্রায় চার বছর ধরে এই পাঁচ ক্লাবকে নিজেদের ক্রীড়া কর্মকা- চালাতে বেশ কষ্ট করতে হচ্ছে। তবে কিছু অংশ বন্ধ থাকার কারণে মোহামেডানের কর্মকা- চালাতে অসুবিধা হচ্ছে না। অবশেষে আশার আলো জেগেছে। ক্যাসিনো কা-ে বন্ধ থাকা মতিঝিল পাড়ার ক্লাবগুলো খুলে দেয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই খুলবে বন্ধ ক্লাবগুলোর দুয়ার। এ তথ্য সোমবার নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার। এদিন সকালে গাফফারের নেতৃত্বে মতিঝিল পাড়ার কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা সভা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিদর্শক এম খুরশিদ হোসেনের সঙ্গে। সভা শেষে গাফফার বলেন,‘অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা করেছেন র্যাবের মহাপরিদর্শক। আদালতের কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ না থাকলে ১ জুলাই মতিঝিল পাড়ার ক্লাবগুলো খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’ গাফফার আরও বলেন, ‘অভিযুক্ত ক্লাবগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং এবং ক্যাসিনো কা-ের জব্দকৃত মালামাল সংক্রান্ত কোনো আইনি নির্দেশনা রয়েছে কি না তা খতিয়ে দেখতে র্যাবের ডিজি মহোদয় দুই জন অফিসারকে দায়িত্ব দিয়েছেন। আইনগত কোনো জটিলতা না থাকলে ক্লাববগুলো খুলে দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।’
জানা গেছে, বন্ধ তালা খোলার আগে ক্লাবগুলোকে কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত মেনে একটি অঙ্গীকার নামা ২/১ দিনের মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দিতে হবে। কি থাকছে সেই অঙ্গীকার নামায়? সুত্র জানিয়েছে, ক্যাসিনো অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের কোনোভাবেই আর ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। রাত ১১ টার পর খেলোয়াড়, কোচিং স্টাফ ছাড়া বহিরাগত কেউ ক্লাবে অবস্থান করতে পারবে না। এছাড়া আরও কিছু প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। যে অঙ্গীকারনামায় সই করার পরই খুলতে পারে ক্লাবগুলো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস