খিউকুশীন নামে নতুন অ্যাসোসিয়েশন খোলার পায়তারা!
২১ জুন ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম
দেশের ক্রীড়াঙ্গনে অখ্যাত বিভিন্ন রকমের খেলা নিয়ে একের পর এক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় খেলাধুলার উপযোগি নেই পর্যাপ্ত মাঠ। এমনকি ক্রীড়াবিদদের আবাসন ব্যবস্থাও তেমনভাবে করা যাচ্ছে না। তারপরও অখ্যাত সব খেলা নিয়ে ক্রীড়া অ্যাসোসিয়েশনের নামে খোলা হচ্ছে নতুন নতুন সব দোকান। অথচ এসব অ্যাসোসিয়েশনের নামে আত্মপ্রকাশ ঘটা বিভিন্ন খেলার ভবিষ্যত কি তা কারো জানা নেই। একই পদ্ধতির খেলা হওয়া সত্ত্বেও ভিন্ন নামে অ্যাসোসিয়েশন তৈরী করতে তৎপর অনেক ক্রীড়া সংগঠকই। এমন একটি অ্যাসোসিয়েশন খিউকুশীন। বিশ্বস্ত জানা গেছে, খিউকুশীন নামে একটি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। অথচ এই খেলাটি কারাতেরই একটি পদ্ধতি। বাংলাদেশ কারাতে ফেডারেশনের মধ্যে সোতোকান, সিতোরিউ, গোজোরিউ, ওয়াদোরিউ, খিউকুশীন, সোরিনরিউ এবং গেনসেরিউ পদ্ধতিগুলো রয়েছে। সেসব পদ্ধতিতে খেলে থাকেন সব কারাতেকারা। কারাতে ফেডারেশনের গঠনতন্ত্রের ১.৪ ধারায় রয়েছে, বিকেএফ (বাংলাদেশ কারাতে ফেডারেশন) দেশে কারাতে কর্মকা-ের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। ফলে বিশ্ব কারাতে ফেডারেশন কর্তৃক উপরক্ত সবগুলো পদ্ধতিই করাতের। জানা গেছে, খিউকুশীনকে নতুন অ্যাসোসিয়েশন হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) নিবন্ধন করাতে তৎপর একটি পক্ষ। এ বিষয়টি ইতোমধ্যে এনএসসির অ্যাসোসিয়েশন স্বীকৃতি প্রদান সংক্রান্ত সুপারিশ প্রনয়নে চার সদস্য বিশিষ্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটির সদস্যরা হলেন- দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কামরুন নাহার হিরু, আখতারুজ্জামান রেজা তালুকদার এবং এসএম শাহ হাবিবুর রহমান হাকিম। এনএসসির কার্যনির্বাহী কমিটির ১৭ নভেম্বর ২০২২, ৯ এপ্রিল ২০২৩ এবং সর্বশেষ গত ১৯ জুন ২০২৩ তিন দফা আলোচনা ও সমালোচনাও হয়েছে এ নিয়ে। এমনকি খিউকুশীনকে অ্যাসোসিয়েশন করা হলে কি সমস্যা হতে পারে- সে বিষয়ে যুক্তিও তুলে ধরেছেন কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও যুগ্ম সম্পাদক তুলু-উস-শামস। এ ব্যাপারে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বুধবার বলেন, ‘বিষয়টি আমাদের কারাতের সঙ্গেই সাংঘর্ষিক হয়ে যায়। কারণ খিউকুশীন আমাদের কারাতেরই একটি পদ্ধতি। তাই এই খেলাটির জন্য আলাদা করে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার অনুমতি দিলে কারাতে খেলা নিয়েই মতানৈক্য তৈরী হবে এবং অন্যান্য কারাতে স্টাইল যেমন- সোতোকান, সিতোরিউ, ওয়াদোকাই ও গুজুরিউ আলাদা অ্যাসোসিয়েশন/ফেডারেশনের জন্য আবেদন করবে। এতে করে বাংলাদেশে কারাতে মান উন্নয়নে ধারাবাহিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের
মাইলফলকের টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ
আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের ইএসডিওর সাইড ইভেন্ট অনুষ্ঠিত
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করল বেক্সিমকোর শ্রমিকেরা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪৭
ট্রাম্প প্রশাসনের জন্য মনোনীত দুই সদস্যের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের