ফিউচারস স্পোর্টিংয়ের লাখ টাকার টিটি শুরু!
১৪ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ফিউচারস স্পোর্টিং, ল্যাব এইড গ্রুপের একটি টেবিল টেনিস (টিটি) ক্লাব। কলাবাগান বাস স্টপেজের পাশেই ল্যাব অ্যাইড আইকনিক ভবনের চতুর্থ তলায় এই ক্লাবটির অবস্থান। যেখানে বছরখানেক আগেও ছিল কর্পোরেট অফিসের কর্মকর্তাদের ব্যস্ততায় মুখর। এখন সেই অফিসকেই চমৎকার একটি টিটি ক্লাব হিসেবে গড়ে তুলেছে ল্যাব এইড গ্রুপ। উদ্দেশ্য- এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নির্বিঘেœ টেবিল টেনিস খেলার সুযোগ করে দেওয়া। এছাড়া চাকরীজীবি ও ব্যবসায়ীরাও নিয়মিত আসেন এই টিটি ক্লাবে খেলতে। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে প্রতি মাসে আয়োজন করা হয় টিটি টুর্নামেন্টের।
ফিউচারস স্পোর্টিং ক্লাব এবার আয়োজন করেছে শাওন স্ম্যাশ আপ নামের সবচেয়ে বড় পরিসরে দুই দিন ব্যাপী টিটি টুর্নামেন্টের। যার প্রাইজমানি থাকছে লাখ টাকা। গতকাল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ৫০ হাজার টাকা। রানার্সআপরা ট্রফি ও ৩০ হাজার টাকা পাবে। এছাড়া সেমিফাইনালের বিজিত দুই দলকে দেওয়া হবে ১০ হাজার করে টাকা। জাতীয় দলের খেলোয়াড় ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ এই টুর্নামেন্টের সমন্বয়ক। শাওন গ্রুপের পরিচালক ফরহাদ শরীফ এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন।
শাওন স্ম্যাশ আপ টিটি টুর্নামেন্টে গিয়ে দেখা মিলল জাতীয় টিটি দলের অনেক সদস্যেরই। তারা খেলছেন শাওন স্ট্রোম, ধানমন্ডি টিটি ক্লাব, ফিউচারস স্পোর্টিং ক্লাব, উত্তরা টিটি একাডেমি, মিরপুর টিটি একাডেমি, শাওন এভারগ্রিন, মোহাম্মদ আলী ফাইটার্স, এলিটস টিটি ক্লাব, ব্রেইনক্রাফট টিটি ক্লাব, আসাদ টিটি দল, টিম ডার্ক হর্স ও লালবাগ লিওপার্ডসের হয়ে। এ আসরে অংশ নিচ্ছেন পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, জাতীয় দলের খেলোয়াড় রিফাত মাহমুদ সাব্বির, মাসুদ রানা পরাগ, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুফরাদুল খায়ের হামজা, সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ফয়সাল হিমেল খান, জাতীয় দলের সাবেক সিনিয়র খেলোয়াড় রিপন খান ও জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় যুবায়ের আহমেদসহ অনেকে।
উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শাওন স্ট্রোম। শেষ চারে উঠতে শাওন স্ট্রোম হারিয়েছে ধানমন্ডি টিটি দল ও ফিউচারস স্পোর্টিংকে। ‘বি’ গ্রুপের দল উত্তরা টিটি একাডেমি হারিয়েছে মিরপুর টিটি একাডেমি ও শাওন এভারগ্রিন দলকে। ‘ডি’ গ্রুপ থেকে সেমিতে ওঠা আসাদ টিটি দল হারিয়েছে লালবাগ লিয়োপার্ডস ও টিম ডার্ক হর্সকে। ব্রেইনক্রাফট টিটি ক্লাব ও এলিটস টিটি দলকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ চারে নাম লেখায় মোহাম্মদ আলী ফাইটার্স।
আজ সকাল ১১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শাওন স্ট্রোম ও আসাদ টিটি দল। এদিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তরা টিটি একাডেমির প্রতিপক্ষ মোহাম্মদ আলী ফাইটার্স। এ ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। একই দিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের