অবশেষে অনাপত্তিপত্র পেলেন আয়রনম্যান আরাফাত
১০ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম
হতাশা থেকে ফেসবুক পোস্ট, এরপর তা নিয়ে গণমাধ্যমে হইচই পড়ার পর অবশেষে পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনাপত্তিপত্র পেলেন আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। বুধবার আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় তার কর্মপ্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম খানের সই করা চিঠিতে ১৫ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত আরাফাতকে পরবর্তী চারটি ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
চলতি বছর আয়রনম্যানের দুটি প্রতিযোগিতায় ভালো ফল করায় সরাসরি আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন আরাফাত। সেখানে অংশ নিতে বিদেশ যাওয়ার অনুমতির চেয়ে আরাফাত গত জুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনে অনুমতি পাননি। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২ আগস্ট চারটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সরকারি আদেশ জারি করে। তারপরও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরাফাতকে অনাপত্তিপত্র দেয়নি।
ক্ষোভ আর হতাশা নিয়ে গত সোমবার রাতে আরাফাত তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ডিরেক্ট কোয়ালিফাই করেও অংশগ্রহণ করার জন্য অফিস থেকে এনওসি হলো না। অনেক মানুষ চেষ্টা করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারি আদেশও জারি করেছিল। জানি না কেন অনুমতি হলো না। নিজের মধ্যে এত বড় অসহায় এবং হতাশবোধ এর আগে কখনো আসেনি। ছোট একজন মানুষ আমি, অফিসের ডেস্কের বাহিরে কোনো স্বপ্ন দেখা উচিত নয়। সরাসরি নির্দেশনা পেয়েছি চাকরি করে স্পোর্টস করা যাবে না। কোনো আন্তর্জাতিক স্পোর্টসে যাওয়া যাবে না। অফিস ও স্পোর্টস একসঙ্গে চলবে না! অনেক বড় অন্যায় করে ফেলেছি দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে। কতগুলো স্বপ্ন! মাত্র তো শুরু হয়েছিল যাত্রাটা। এই অল্প সময়ে থমকে যাবে! বাংলাদেশ ক্ষমা করো! আমি পারলাম না!’
তার এই স্ট্যাটাস নিয়ে নিউজ প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক থেকে আরাফাতকে বিদেশ ভ্রমণের জন্য চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে বিদেশে যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ সামছুজ্জামান আরাফাত নিজ দায়িত্বে বহন করবেন এবং নির্ধারিত তারিখের পর তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে একটি খেলা। ট্রায়াথলনের কঠিনতম সংস্করণ হলো আয়রনম্যান। আরাফাত প্রথম বাংলাদেশি হিসেবে গত বছর আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হন।
সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ ও ২৭ আগস্ট তিনি ফিনল্যান্ডের লাহাতিতে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আগামী ১০ সেপ্টেম্বর ফ্রান্সের নিসে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৩; ২৪ সেপ্টেম্বর জার্মানিতে বার্লিন ম্যারাথন এবং ৭ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আয়রনম্যান মালয়েশিয়া প্রতিযোগিতায় অংশ নেবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন