প্রথম পদকের খোঁজে হ্যাংজুতে বাংলাদেশের শুটিং!
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
এশিয়ান গেমসের ১৯তম আসরের শুটিং ডিসিপ্লিনে অংশ নিয়ে প্রথম পদকের খোঁজে চীনের হ্যাংজু গেল বাংলাদেশ জাতীয় শুটিং দল। গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে বর্তমানে গেমস শহর হ্যাংজুতে অবস্থান করছেন লাল-সবুজের শুটাররা। দলে আছেন ১৫ শুটার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৬ জন সহ মোট ২১ জন।
ম্যানচেষ্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সেরা শুটার অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। ২০১৪ গøাসগো কমনওয়েলথ গেমসে একই ইভেন্টে আবদুল্লাহেল বাকী রূপা জেতেন। চার বছর পর গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ফের রৌপ্যপদক জয় করেন বাকী। একই গেমস থেকে দেশকে আরেকটি রূপা এনে দেন পিস্তল শুটার শাকিল আহমেদ। এছাড়া দক্ষিণ এশিয়া (এসএ) গেমসেও স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এশিয়ান গেমসের মতো বড় আসরে এখনো পদকের দেখা পাননি লাল-সবুজের শুটাররা। তবে এবার হ্যাংজু এশিয়ান গেমস থেকে প্রথমবারের মতো পদক জিততে চান তারা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কাল রাতে দেশ ছেড়ে যায় বাংলাদেশ শুটিং দল।
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ যে কয়টি পদক জিতেছে তা কেবল এসেছে ক্রিকেট, কাবাডি ও বক্সিং ডিসিপ্লিন থেকেই। যদিও প্রতি এশিয়ান গেমসেই একরাশ স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে গেছেন শুটাররা। অনুশীলনের ঘাটতিও ছিল না। কিন্তু অলিম্পিক গেমসের পর বৈশ্বিক দ্বিতীয় বৃহৎ এই ক্রীড়া আসরে সব সময়ই পদকহীন থেকেছে বাংলাদেশের শুটিং। পদক জয়ের প্রত্যাশা নিয়ে আরও একটি এশিয়ান গেমস খেলতে হ্যাংজুতে যাওয়া বাংলাদেশের ১৫ শুটারের মধ্যে রাইফেল এবং পিস্তল ইভেন্টের খেলোয়াড়রাই রয়েছেন। তবে দুই কমনওয়েলথ গেমস থেকে ১০ মিটির এয়ার রাইফেল ইভেন্টে রূপা জেতা আবদুল্লাহেল বাকী এবার তার প্রিয় এই ইভেন্টে খেলছেন না। কোমড়ের ব্যথার কারণে তিনি ইভেন্ট পরিবর্তন করে হ্যাংজু এশিয়ান গেমসে খেলবেন ৫০ মিটার রাইফেল ইভেন্টে।
এবারের এশিয়াডে ভাল করার প্রত্যয় পিস্তল শুটার শাকিল আহমেদের। দেশ ছাড়ার আগে কাল তিনি বলেন,‘এবার দীর্ঘ অনুশীলনে ছিলাম আমরা। আমার প্রস্তুতি বেশ ভলোই হয়েছে। স্কোরও বেড়েছে। আশাকরি এবার হ্যাংজুতে সাফল্য পেয়ে শুটিংয়ের পদকখরা ঘুচাতে পারবো।’ হ্যাংজু এশিয়াডে শাকিলকে খেলতে হবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। যদিও তার প্রিয় ইভেন্টে ৫০ মিটার এয়ার পিস্তল। তাই কিছুটা হতাশাতো রয়েছেই, ‘আমার আত্মবিশ্বাস রয়েছে পদক জয়ের ব্যাপারে। কিন্তু নিজের প্রিয় ইভেন্ট নেই বলে কিছুটা মনখারাপ। তারপরও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নিজের সেরাটা দিয়েই পদকের জন্য লড়বো।’
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর প্রত্যাশা দেশের শুটাররা এবার এশিয়ান গেমসে ভালো করবে। তিনি বলেন, ‘আমি সরাসরি পদক জয়ের কথা বলবো না। তবে যেভাবে ছেলে-মেয়েরা অনুশীলন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে এটা বলতে পারি।’
এশিয়ান গেমসে বাংলাদেশ শুটিং দল : রাইফেল ইভেন্ট- আবদুল্লাহেল বাকী, তামজিদ বিন আলম, রবিউল ইসলাম, অর্নব শারার, শোভন চৌধুরী, কামরুন নাহার কলি, শায়েরা আরেফিন, নাফিসা তাবাসসুম ও নুসরাত জাহান সামসী। পিস্তল ইভেন্ট- শাকিল আহমেদ, সাব্বির আলামিন, সাকের আহমেদ, আনজিলা আমজাদ, আরমিন আশা ও ফাহমিদা আলম। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ইরানের মোহাম্মদ জয়ের রেজায়ি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ