আট ডিসিপ্লিনের ৬ টিতেই ব্যর্থ বাংলাদেশ!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

ফুটবল ও ক্রিকেটের মাঠের লড়াই আগে শুরু হলেও এশিয়ান গেমসের ১৯তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতপরশু। তবে গতকাল থেকে শুরু হয়েছে হ্যাংজু এশিয়ান গেমসে খেলার মূল ব্যস্ততা। এ ব্যস্ততার প্রথম দিনেই আট ডিসিপ্লিনের লড়াইয়ে নেমে ৬ টিতে যথারীতি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাই বলাই যায় হ্যাংজু এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল হতাশার। এদিন নারী ক্রিকেট, পুরুষ হকি, শুটিং, সাঁতার, জিমন্যাস্টিক্স এবং তায়কোয়ান্দো ডিসিপ্লিনে লাল-সবুজের ক্রীড়াবিদরা ব্যর্থতার গল্প লিখলেও পুরুষ ফুটবলে রহমত মিয়ারা রুখে দিয়েছেন স্বাগতিক চীনকে। আর টিকে আছেন কেবল দাবাড়–রা। দাবা খেলা চলমান রয়েছে। আজ গেমসের তৃতীয় দিন ৭ ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। নারী ক্রিকেট দল ব্রোঞ্জপদকের জন্য খেলবে পাকিস্তানের বিপক্ষে। ফুটবলে সাবিনা খাতুনরা মুখোমুখি হবে ভিয়েতনামের। এছাড়া শুটিং, তায়কোয়ান্দো, সাঁতার, দাবা, বক্সিং ডিসিপ্লিনে বাংলাদেশের খেলা রয়েছে।

শুটিংয়ের দুই বিভাগে হতাশা
গতকাল সকালে চীনের হ্যাংজুতে সবার আগে শুটিং ডিসিপ্লিনের নিষ্পত্তি হয়। এই ডিসিপ্লিনে নারীদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে ১৫ দলের মধ্যে নবম স্থান পেয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি বাংলাদেশের তিন শুটার। ৫৯জন শুটারের মধ্যে শায়রা খাতুন ১৩তম, নাফিসা তাবাসসুম ২৫তম ও কামরুন নাহার কলি ২৭তম হয়েছেন। এরমধ্যে শায়রা তার ক্যারিয়ার সেরা ৬২৮ স্কোর করেন। নাফিসার স্কোর ৬২৪.৭ ও কামরুন নাহার কলির স্কোর ৬২৩.৩।

নারী ক্রিকেটের সেমিতে লজ্জার হার
নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে লজ্জার হারে বড় এখন ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ভারত ৮ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতিরা ১৭.৫ ওভারে মাত্র ৫১ রানে অলআউট হন। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জবাবে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে বড় জয় পায় ভারত। বিজয়ী দলের জেমিমা রদ্রিগেজ অপরাজিত ২০ ও শেফালি ভার্মা ১৭ রান করেন। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গি হয়। আজ ব্রোঞ্জপদকের লড়াইয়ে পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের।

সাঁতারে ২৮ জনের মধ্যে ২১তম রাফি
সাঁতারে প্রাপ্তি শুধু সময় কমানো। পুরুষ ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ২৮ জনের মধ্যে ২১তম হন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। সময় নেন এক মিনিট দশমিক শূন্য দুই সেকেন্ড (১.০০.০২)। চার নম্বর হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন রাফি। গত বছর বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চেয়ে কম সময় নিয়েছেন তিনি। সেখানে তার টাইমিং ছিলো এক মিনিট ২ দশমিক তিন এক সেকেন্ড (১.০২.৩১)।

জিমন্যাস্টিক্সের প্রথম রাউন্ড থেকেই বিদায়
জিমন্যাস্টিক্সেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট সাংখিয়ং খুমি ও আবু সাঈদ রাফি। পমেল হর্সে সাংখিয়ং খুমি ৯ দশমিক ৫৬৬ স্কোর করেন। আর আবু সাঈদ রাফির স্কোর ৪ দশমিক ৬৬। পেনাল্টিতে চার পয়েন্ট কেটে নেয়া হয় আবু সাঈদের। ভল্টিং-এ আবু সাঈদ রাফি ১২. ৯৬৬ ও সাংখিয়ং খুমি ১১.৫৩৩ স্কোর করেন। রিং-এ সাংখিয়ং খুমি ৯.৪০০ স্কোর করেন। তবে ইনজুরির কারণে প্যারালাল বারে অংশ নেননি তিনি।

তায়কোয়ান্দোতেও যথারীতি ব্যর্থতা
হ্যাংজু এশিয়ান গেমসের তায়কোয়ান্দো ডিসিপ্লিনেও যথারীতি ব্যর্থতা উপহার দিয়েছেন লাল-সবুজের খেলোয়াড়রা। আসরের পুমসে ব্যক্তিগত ইভেন্টের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেন নূরুদ্দিন হোসেন ও রুমা খাতুন। সউদী আরবের ওয়াহিদ খলিলের বিপক্ষে নূরুদ্দিন করেন ৯০.১ পয়েন্ট। আর ওয়াহিদের স্কোর ১০৩.৪। নারীদের ইভেন্টে রুমা খাতুন ৯৮.৬ স্কোর করলে ইরানের মারজান সালাহশৌরি ১০৮.৩ স্কোর করে জয় পান।

হকিতে জাপানের বিপক্ষে বড় হার
গেমসের পুরুষ হকির প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৭-২ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে ৪-০ ব্যবধানে পিছিয়ে ছিলেন রাসেল মাহমুদ জিমিরা। তৃতীয় কোয়ার্টারে দু’টি ও শেষ কোয়ার্টারে আরেকটি এক গোল হজম করে বাংলাদেশ জাতীয় হকি দল। তবে ম্যাচের ২৯ মিনিটে আশরাফুল ইসলাম ও ৪৩ মিনিটে পুস্কার ক্ষিসা মিমো বাংলাদেশের হয়ে দু’টি গোল শোধ দেন। এটাই ছিল পুরো ম্যাচে লাল-সবুজের খেলোয়াড়দের কৃতিত্ব।

দাবায় ফাহাদের ১ পয়েন্ট অর্জন
দাবা ডিসিপ্লিনের পুরুষ ও মহিলা এককের প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। র‌্যাপিড দাবার পদ্ধতিতে অনুষ্ঠিত পুরুষ বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১ পয়েন্ট ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব আধা পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে লাল-সবুজের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এক পয়েন্ট অর্জন করেন। প্রথম রাউন্ডে এনামুল হোসেন রাজীব দক্ষিণ কোরিয়ার ফিদে মাস্টার কয়োন সে হাইয়ুনের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার বিদিত সন্তোষ গুজরাতির কাছে ও মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কাজাখস্তানের আন্তর্জাতিক মাস্টার আসাবায়েভা বিবিসারার কাছে হেরে যান। পুরুষদের দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মাস্টার অহন হাংজিনকে হারান এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব থাইল্যান্ডের ফিদে মাস্টার লাওহাউয়িরাপাপ প্রিনের কাছে হারেন। মহিলা বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম কাতারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার আল খুলাইফি ঘাদাকে হারিয়ে দেন। আজ তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

পুরুষ ফুটবলে চীনকে রুখে দিলো
হ্যাংজু এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে ‘এ’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি গোলে হেরে যায় বাংলাদেশ অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩)। টানা দুই ম্যাচ হারের পরই এশিয়ান গেমস থেকে বিদায় নিশ্চিত হয় লাল-সবুজদের। তবে কাল গ্রæপের তৃতীয় ও শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়ান রহমত মিয়ারা। আগের দুই ম্যাচে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি ছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি চেয়েছিলেন শেষ ম্যাচে যেন তার দল স্বাগতিক চীনের বিপক্ষেও ভালো ফুটবল খেলে। কোচের চাহিদা অনুযায়ী খেলেই স্বাগতিক চীনের বিপক্ষে ভালো খেলাই উপহার দিলেন সুমন রেজা-ফয়সাল আহমেদ ফাহিমরা। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে শক্তিশালী চীনকে রুখে দিয়েছেন তারা। যদিও ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীন প্রথম দুই ম্যাচ জিতেই পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। আর তাদেরকে রুখে দিয়ে ১ পয়েন্ট নিয়ে ফিরছে দেশে লাল-সবুজের ফুটবলাররা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস