বিসিবি ছাড়ছেন মন্ত্রী পাপন, ছাড়ছেন না!
১২ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম
নতুন মন্ত্রিসভায় ঠাঁই হচ্ছে নাজমুল হাসানে পাপনের- এই খবর চাউর হবার পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে বেশ তোলপাড় পড়ে যায়। এমনিতে মন্ত্রিসভায় কারা থাকছেন, এই কৌতূহল তো দেশজুড়েই থাকে। তবে ক্রিকেট পাড়ার উৎকণ্ঠার জায়গাটা ভিন্ন। যেহেতু তিনি বিসিবি সভাপতি, সেক্ষেত্রে তিনি মন্ত্রী হলে কে হাল ধরবেন দেশের ক্রিকেটের? তবে সেই আলোচনার ঢেউ বিসিবিতে খুব একটা স্পর্শ করেনি। মূল কারণ, সরকারের মন্ত্রী ও বিসিবি সভাপতি, এই দ্বৈত দায়িত্ব চালিয়ে যেতে আইনগত, সাংবিধানিক কিংবা গঠনতন্ত্রের কোনো বাধা নেই। একসময় বরং মন্ত্রীদের মধ্যে থেকেই বিভিন্ন ফেডারেশনের প্রধানের দায়িত্ব বেশি দেওয়া হতো। ক্রিকেট বোর্ডের নির্বাচনে জয়ী হওয়া কারও ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনে কোনো বাধা আইসিসির আইনেও নেই।
সেই শঙ্কা কাটিয়ে নতুন প্রশ্ন সামনে আসে কোন মন্ত্রণালয়ের দায়িত্বই বা পাচ্ছেন পাপন? অবশেষে গতকাল সন্ধ্যায় কেটে যায় সব প্রশ্নের মেঘ। বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন। প্রত্যাশিতভাবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান দীর্ঘ দিনের ক্রীড়াঙ্গণের সারথি পাপন। তাতে কিছুটা হলেও ঘাম দিয়ে জ্বর ছাড়ে ক্রীড়াঙ্গণের। কেননা, বিসিবি সভাপতি হলেও বিভিন্ন সময় ফুটবল, হকি কিংবা অন্য যে কোনো ফেডারেশন তার বিচক্ষণতায় উৎরে উঠেছে নানান সঙ্কট। ক্রিকেট মহলেও ফিরেছে স্বস্তি। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, বিসিবির আরেক প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানসহ বেশ কজন পরিচালকের বিশ্বাস, নাজমুল হাসানই বিসিবি সভাপতির দায়িত্বে থেকে যাবেন এবং দুটি দায়িত্বই তিনি ভালোভাবে সামলে নেবেন।
তবে শপথ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাপনের দেয়া একটি বক্তব্য ঘিরে নতুন করে ফিরে আসে সেই পুরনো প্রশ্ন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পাপন জানান, দুটি দায়িত্ব দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সম্ভব না। এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি, ‘বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়ব, তবে ক্রিকেটটা কোনদিন ছাড়তে পারব না।’ এরপরই ফের আলোচনায় আসে, কে হচ্ছেন বিসিবির নতুন সভাপতি?
মন্ত্রী ও বিসিবি সভাপতির দ্বৈত দায়িত্ব নিয়ে আইনগত বাধা না থাকলেও নানা চ্যালেঞ্জ আছে। আগে যারা মন্ত্রী হয়ে এই দায়িত্বে ছিলেন, সেই সময়টায় বিসিবিতে পেশাদারিত্ব এখনকার মতো ছিল না। এত ব্যস্ততা, কাজের এতটা পরিধি ছিল না। বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা তখন ভিন্ন ছিল। কিন্তু এই সময়ে বিসিবি সভাপতির দায়িত্ব পুরোপুরি সামলানোর পাশাপাশি মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে শতভাগ দায়িত্ব পালন করা কঠিনই হওয়ার কথা। যদি তেমনটি মনে করে নিজ থেকে সরে যান পাপন, সে হিসেবে নতুন অভিভাবক পেতে পারে দেশের ক্রিকেট। তবে সে ক্ষেত্রে আছে কিছু বাধাও।
বিসিবির সবশেষ নির্বাচন হয়েছে ২০২১ সালের অক্টোবরে। পরের নির্বাচন হওয়ার কথা তাই ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে। বিসিবি নির্বাচনে কাউন্সিলদের ভোটে শুরুতে বোর্ড পরিচালকরা নির্বাচিত হন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। পাপনই বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি। এর আগে সরকারের মনোনয়নেই সবাই দায়িত্ব পালন করতেন। পাপনের এখন টানা তৃতীয় মেয়াদ চলছে। তবে প্রতিবারই সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিসিবির নিয়ম বলছে, পরিচালকদের মধ্য থেকে কাউকেই নিতে হবে এই দায়িত্ব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো