শেষবার এনএসসিতে রাসেল
১২ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম
আগের দিন সন্ধ্যায় অনেকটা নিশ্চিত হওয়া গেছে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা বাদ পড়লেন আর নতুন কারা জায়গা পেলেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ৫ বছর মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মো. জাহিদ আহসান রাসেল এবার মন্ত্রিসভায় জায়গা পাননি। গতকাল সন্ধ্যায় নতুন মন্ত্রি পরিষদের সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক হয়ে গেলেন বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
জাহিদ আহসান রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাল শেষবারের মতো এসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এসএসসি) ভবনে। প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ এবং জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৩ চূড়ান্তকরণের সভায় যোগ দিতে তিনি এনএসসি টাওয়ারে গিয়েছিলেন। যে প্রতিষ্ঠানের চেয়ারম্যানও তিনি। বিদায় বেলায় মো. জাহিদ আহসান রাসেল তার সময়ে ক্রীড়াঙ্গনের সাফল্যের কথা তুলে ধরেন। করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর তিনি ঠিকভাবে কাজ করতে পারেননি সেটাও উল্লেখ করেন। যাওয়ার সময় তিনি অনুধাবন করেছেন, ক্রীড়াবিদদের প্রশিক্ষণখাতে বরাদ্দ আরও বৃদ্ধির দরকার ছিল। নতুন যিনি আসবেন তিনি এ বিষয়টি দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রাসেল। সন্ধ্যার পর তিনি জেনেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ খবর জানার পর পাপনকে সহায়তার আশ্বাস দেন বিদায়ী ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল, ‘আমি ক্রীড়ার উন্নয়নে বিশ্বাসী। যিনি এই পদে এসেছেন তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি না চাইলেও চেষ্টা করবো নিজ উদ্যোগে সহযোগিতা করার।’
২০১৯ সালের ৭ জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। ৫ বছর ৪ দিন পর কাল তিনি শেষবারের মতো অফিস করলেন এই মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি হিসেবে। জাহিদ আহসান রাসেল দীর্ঘ সময় সম্পৃক্ত ছিলেন ক্রীড়াঙ্গনে। তিনি প্রতিমন্ত্রী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৯ থেকে টানা দুই মেয়াদে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। অনেকের ধারণা ছিল জাহিদ আহসান রাসেল এবার প্রমোশন পেয়ে পূর্ণ মন্ত্রী হবেন। তবে শেষ পর্যন্ত বাদ পড়লেন তিনি। তার দায়িত্ব মেয়াদে সবচেয়ে আলোচিত ঘটনা, প্রায় আড়াই বছর খেলা নেই দেশের প্রধান ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই স্টেডিয়াম সংস্কারের নামে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের ফুটবলের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার