বসুন্ধরা কিংসের সহজ জয়
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ রাউন্ডের শুরুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সহজ জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে রুখে দিয়েছে ফর্টিজ এফসি।
গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারায় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গমেজ দুইটি ও রবসন রবিনহো একটি গোল করেন। চলমান বিপিএলে বসুন্ধরা কিংসের টানা চার জয়েই বড় অবদান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের। চার ম্যাচে দলের ১৫ গোলের ৭টিই করেছেন তিনি। কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল বসুন্ধরা। তার প্রতিপক্ষে সীমানায় একের পর এক আক্রমণ সানালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। শেখ জামালও পাল্টা আক্রমণে গিয়ে একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি অভিজাত পাড়ার দলটিও। ফলে গোলশূন্য অমিমাংসিত অবস্থায় বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেষ্টা করে বসুন্ধরা ও শেখ জামাল। তারপরেও অপেক্ষায় থাকতে হয়। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে গোল পায় বসুন্ধরা। এসময় ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে নিঁখুত হেডে গোল করেন ডরিয়েলটন (১-০)। শেষ দুই গোল হয় যোগকরা সময়ে। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) মিগুয়েলের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন ডরিয়েলটন (২-০)। আর যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে জয়ের ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রবসন রবিনহো। ম্যাচ জিতে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চার ম্যাচে তৃতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ জামাল।
অন্যদিকে একই সময়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-২ ব্যবধানে রুখে দিয়েছে ফর্টিজ এফসি। ফর্টিজের হয়ে জুমায়েভে জাসুর ও পা ওমর একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে দুই গোল করেন দাউদা সিসে এবং আর্নেস্ট। বসুন্ধরা কিংসের চানা চার জয়ের দিন টানা চার ড্র করে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। ম্যাচের ২৩ মিনিটে উজবেক ডিফেন্ডার জুমায়েভের গোলে লিড নেয় ফর্টিজ (১-০)। ৩১ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে (১-১)। ৭৩ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সুযোগ কাজে লাগান ঘানার আর্নেস্ট বোয়াটেং (২-১)। প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় পুরনো ঢাকার দলটি। তবে শেষ রক্ষা হয়নি। পেনাল্টি গোলেই নাটকীয়ভাবে ম্যাচে ফেরে ফর্টিজ। ৮২ মিনিটে পা ওমর বাবু গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-২। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। চার ম্যাচের চারটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে ফর্টিজ এফসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ