স্টেডিয়ামগুলো পরিদর্শন করবেন পাপন
২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
স্পোর্টস রিপোর্টার
নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রী হওয়ার পর গত সপ্তাহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তিনি। এদিন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধি স্টেডিয়াম নির্মাণ এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কারের অগ্রগতি সম্পর্কে জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা সভায় বসেন ক্রীড়া মন্ত্রী পাপন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তারা নতুন মন্ত্রীকে স্টেডিয়ামগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করেন। প্রায় ঘন্টা দেড়েক সভা করার পর নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রতিবন্ধী স্টেডিয়ামের কাজ জুনের মধ্যে শেষ হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কর্মকান্ড চলমান রয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংশোধিত পরিকল্পনায় সংস্কার কাজ এ বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।’
দেশজুড়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম রক্ষণাবেক্ষন ও ব্যবহার নিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এই মাঠ ব্যবহার করবে কিভাবে সেটাও একটা বিষয়। সবার জন্য উš§ুক্ত থাকবে কিনা তাও একটা বিষয়। আমি চাই মাঠগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উš§ুক্ত থাকলে সবাই খেলার সুযোগ পাবে।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম ইতোমধ্যে পাঁচ দশক পার করেছে। এরপরও আবার সেই স্টেডিয়ামে দেড়শ কোটি টাকা ব্যয় হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে স্পেন সরকার একটি প্রস্তাব দিয়েছিল। সেই বিষয়টিও জানা ছিল পাপনের। তার কথায়, ‘স্পেন বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল এমনটা আমি শুনেছিলাম। কেন হয়নি সেই বিষয়টি আমার জানা নেই। যাই হোক এখন যেহেতু সংস্কার কাজ চলছে, নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ প্রতিবন্ধী এবং মিনি স্টেডিয়ামও পরিদর্শন করতে চেয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করছে। সেই স্টেডিয়ামের কাজও বেশ জোরেসরে চলছে বলে জানান বিসিবি সভাপতি ও নতুন ক্রীড়া মন্ত্রী পাপন, ‘পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে। এছাড়া দাবা, বিলিয়ার্ড, ভারত্তোলন সহ পাঁচটি ফেডারেশন সেখানে থাকার কথা রয়েছে। এই ফেডারেশনের পরিবর্তে অন্যরাও আসতে পারে। এখনো চূড়ান্ত হয়নি। যারাই আসবে তাদের মতো করে সব কিছু করে দেয়া হবে।’
মঙ্গলবার পল্টনস্থ এনএসসি টাওয়ারে দেশের নয়টি ক্রীড়া ফেডারেশন ও একটি সংস্থার কর্মকর্তাদের মত বিনিময়ের জন্য ডেকেছেন নাজমুল হাসান পাপন। জানা গেছে, ওই দিন সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, আরচ্যারি, ভারত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশন এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মত বিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সভাপতি বা সাধারণ সম্পাদকের পাশাপাশি এ নয় ফেডারেশন ও একটি সংস্থাকে মত বিনিময় সভায় একজন বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। মত বিনিময়ে ফেডারেশনগুলো নতুন মন্ত্রীকে তাদের সংকট-সম্ভাবনার বিষয়গুলো উপস্থাপন করবে। পরদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্তাদের সঙ্গে বসবেন ক্রীড়া মন্ত্রী। জানা গেছে, বাফুফেকে বুধবার সকাল ১১টার সময় সভায় উপস্থিত হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বাফুফের কর্তারা এক ঘন্টা মন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। এরপর ১২টা থেকে হকি ফেডারেশন মত বিনিময় করবে। দেশের ক্রীড়াঙ্গণের অন্যতম এই দুই ফেডারেশনের সভাপতি বা সাধারণ সম্পাদক ছাড়াও একজন বাজেট কর্মকর্তা এবং একজন টেকনিক্যাল ব্যক্তিকে সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রটি আরও জানায়, নতুন ক্রীড়া মন্ত্রীর কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্রুততম সময়ের মধ্যে চাইবে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। তাই নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফুটবল ফেডারেশনের একজন সহ-সভাপতির প্রতিনিধিত্ব করার সম্ভাবনাই বেশি। অবশ্য সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের