প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন মেরিনার অনিশ্চিত!
২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। অথচ মতিঝিলের এ ক্লাবটিরই আসন্ন প্রিমিয়ার হকিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রিমিয়ার লিগকে সামনে রেখে আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলোয়াড় দলবদলের তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে দলবদল কার্যক্রম পেছানোর দাবী করেছে মেরিনার ইয়াংস। দলবদল পেছানোর জন্য বুধবার বাহফেকে চিঠি দিলেও বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখার সময় (রাত ৯টা) পর্যন্ত জবাব পাননি মেরিনার কর্তারা। দলবদল পেছানোর কারণ সম্পর্কে মেরিনারের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন,‘মূলত আর্থিক সংকটের কারণেই আমরা দলবদল পেছানোর অনুরোধ করেছি ফেডারেশনের কাছে। কিছু সময় না পেলে আমাদের পক্ষে দল গঠন করা সম্ভব হচ্ছে না।’ এ প্রসঙ্গে বাহফের সদস্য ও লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বৃহস্পতিবার বলেন,‘ আমরা বুধবার তাদের চিঠি পেয়েছি। ইতোমধ্যে দলবদলের কার্যক্রম (টোকেন প্রদান) শুরু হয়েছে।’
দলবদলের পাঁচ দিন আগে টোকেন তোলা নিয়ে প্রশ্ন রাখলেন রানা, ‘দলবদলের নির্ধারিত দিনক্ষণ ৩১ জানুয়ারি কিন্তু এর পাঁচদিন আগে আজ (বৃহস্পতিবার) কেন খেলোয়াড়দের সঙ্গে এসে কর্মকর্তারা টোকেন তুলছেন। এটা কিসের লক্ষণ? প্রথমেই যদি এমন অরাজকতা দিয়ে লিগ শুরু হয়, তাহলে লিগের ভবিষ্যত কি তা অনুমেয়।’
প্রথমবারের মতো দলবদলের অনেক আগেই টোকেন দেওয়া প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ বলেন, ‘এবার একটু এভাবে শুরু করা হয়েছে গতবারের অভিজ্ঞতা থেকে। গতবার কয়েকজন খেলোয়াড় নিয়ে দুই ক্লাবের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। খেলোয়াড় এবং ক্লাব দুপক্ষের স্বার্থ রক্ষার্থে এবার এই পদ্ধতি নেওয়া হয়েছে।’ লিগ কমিটির সভায় মেরিনার ইয়াংসের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সেই সভায় সিদ্ধান্তের দশদিন পর দলবদল পেছানোর দাবী তুলে চিঠি দেয়ার কারণ সম্পর্কে রানার ব্যাখ্যা,‘ঢাকা আবাহনী ও মোহামেডানের মতো সামর্থ্য মেরিনারের নেই। সীমিত সাধ্যের মধ্যে আমাদেরকে হ্যান্ডবল, টেবিল টেনিস, ক্রিকেট ও হকি দল গঠন করতে হয়। আমাদের ক্লাব সভাপতি পারিবারিকভাবে (অসুস্থতাজনিত) ব্যস্ত আছেন। হকি কমিটির চেয়ারম্যানও চিকিৎসাধীন। আবার নির্বাচন পরবর্তী সময়ও চলছে। এই প্রেক্ষাপটে আমাদের দলগঠন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।’
মেরিনারের দলবদল পেছানোর দাবী প্রসঙ্গে বাহফের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ বলেন,‘দলবদলের আলোচনা চলছে গত বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে। ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতেও উঠেছিল বিষয়টি। লিগ কমিটির সভায় দলবদলের সিদ্ধান্ত হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। সবগুলো ক্লাব যেখানে প্রস্তুত সেখানে একটি ক্লাবের এমন দাবির তেমন যৌক্তিকতা নেই।’
দেশের হকি অঙ্গনে ঢাকা মেরিনার ইয়াংস থেকেই উত্থান বাহফের বর্তমান সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদের। ২০১৬ সালে প্রিমিয়ার হকি লিগে প্রথম চ্যাম্পিয়ন হয় মেরিনার। সেই সময় ক্লাবটির হকি কমিটির চেয়ারম্যান ছিলেন মমিনুল হক সাঈদ। সাঈদকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসানোর নেপথ্যে অবদান ছিল মেরিনারেরই। সেই সাঈদের সাধারণ সম্পাদক থাকাবস্থায় মেরিনার ইয়াংস লিগে অংশগ্রহণ না করলে বিষয়টি বড়ই দৃষ্টিকটু। যদিও ২০১৯ সালের হকি ফেডারেশনের নির্বাচনে মোহামেডানের কাউন্সিলর হয়ে নির্বাচন করেছিলেন সাঈদ। ৪ বছর পর পুনরায় নির্বাচনে বাহফের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরশিপ পেয়ে ফের এই পদে নির্বাচিত হন তিনি। মেরিনার থেকে সাঈদের উত্থান হলেও এখন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছেন সাঈদ। তার কথায়,‘অবশ্যই মেরিনার থেকে আমার শুরু। হকি কমিটির চেয়ারম্যান থাকাবস্থায় ক্লাবটি চ্যাম্পিয়নও হয়েছিল। ২০১৯ সালের হকি ফেডারেশনের নির্বাচনে আমি মোহামেডানের কাউন্সিলর হয়ে নির্বাচন করি। ৪ বছর পর পুনরায় নির্বাচনে আমি বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরশিপ পেয়ে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখন আমি কোনো ক্লাব বা জেলা নয় বাংলাদেশ হকির প্রতিনিধি। আমার কাছে এখন সকল ক্লাব, জেলা ও সংস্থা সমান। কোনো ক্লাবের প্রতি আমার আনুগত্য বা দায়বদ্ধতা নেই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করছে বালুভর্তি ড্রামট্রাক
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা