শেষবার প্রিয় ক্লে কোর্টে নামছেন নাদাল

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০২৪, ০৬:৩১ পিএম | আপডেট: ২৩ মে ২০২৪, ০৬:৩২ পিএম

ছবি: ফেসবুক

১৯ বছরের ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারের পর্দা টানতে যাচ্ছেন রাফায়েল নাদাল। নিজের প্রিয় এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ১৫তম শিরোপা যোগ করার সম্ভাবনা হয়তো অনেকটাই কমে গেছে কিন্তু বিদায়ের আগে যে রেকর্ড এবং খ্যাতি তিনি রেখে যাচ্ছেন তা হয়তো কখনো কারো সাথেই মিলবে না।

২২ বারের স্ল্যাম বিজয়ী এই তারকা স্প্যানিয়ার্ড টিন এজার হিসেবে ২০০৫ সালে রোলা গাঁরোতে প্রথম শিরোপা জিতেছিলেন। এবারের টুর্নামেন্ট চলাকালীন নাদাল ৩৮ বছরে পা রাখবেন।

সাবেক এই নাম্বার ওয়ান খেলোয়াড় বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২৭৬ নম্বরে অবস্থান করছেন। গত বছর জানুয়ারির পর থেকে কোমর ও পেশীর ইনজুরির কারণে মাত্র ১৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ারের প্রায় সময়ই ইনজুরির কারণে কোর্টে নামতে পারেননি, মিস করেছেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম।

গত সপ্তাহে রোম ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেবার পর নাদাল বলেছেন, ‘আমি ফ্রেঞ্চ ওপেনে শতভাগ দেবার পরিকল্পনা নিয়েই খেলতে নামবো। আর যদি এই মুহূর্তে শতভাগ দিয়েও তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ঠ না হয় তবে আমাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু আমার কোন সুযোগ নেই, এই মানসিকতা নিয়ে আমি কোর্টে যাবো না। সেখানে যদি ০.০১ শতাংশ সুযোগও থাকে তবেও আমি সেটা এগিয়ে নিয়ে যাবার জন্য লড়াই করবো।‘

প্যারিসে এ পর্যন্ত জিতেছেন রেকর্ড ১৪টি শিরোপা, এ যাত্রায় ১১২টি ম্যাচে জয়ী হয়ে হেরেছেন মাত্র তিনটিতে। যার মধ্যে দুটি দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচের কাছে।

ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে গত সোমবার রোলা গাঁরোর কোর্ট ফিলিপ চাট্রিয়ারে যখন প্রথম ট্রেনিং সেশনে অংশ নেন নাদাল তখন সেখানে প্রায় ৬ হাজার সমর্থক উপস্থিত থেকে তাকে উৎসাহ যুগিয়েছেন।

সদ্য সমাপ্ত মাদ্রিদ ওপেনের সময় তার কোচ কার্লোস ময়া বলেছেন, ‘সে  কোর্টে নামলে আমরা পুরো সময়টা দারুন উপভোগ করি। আগের মত সবকিছু স্বাভাবিক ভাবে এগিয়ে যাবে এটা আমরা কেউই আশা করি না। ব্যক্তিগত ভাবে নাদাল যখন কোর্টে প্রবেশ করে বা কোর্ট ত্যাগ করে তখন আমি কখনই কোর্টে থাকি না। কিন্তু এবার আমি থাকবো। কারণ মানুষের যে ভালবাসা তার জন্য রয়েছে সেটা আমি মাঠে থেকে উপভোগ করতে চাই। টেনিসে নাদাল অন্যতম সেরা একজন তারকা। তার এখন অবসরের সময় হয়েছে। আর সকলের সামনে থেকে তার বিদায়ের ক্ষণটা আমি মিস করতে চাই না।’

এবারের টুর্নামেন্টে বড় তারকা হিসেবে শুধুমাত্র নাদালই নন, বর্তমান চ্যাম্পিয়ন ও ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচকে নিয়েও শঙ্কা রয়েছে। গুস্তাভো কুয়ের্তেন, ম্যাটস উইলিন্ডার ও ইভান লেন্ডলের সাথে প্যারিসে তিনটি শিরোপা জয়ী জকোভিচও ২০১৮ সালের পর শিরোপা খরায় ভুগছেন। এ বছর জকোভিচ তার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা হারিয়েছেন। এখনো পর্যন্ত কোন ট্যুরের ফাইনালে খেলতে পারেননি। ইনজুরির পাশাপাশি কিছু ক্ষেত্রে তাকে অপমানিত হতে হয়েছে। রোমে তার মাথায় বোতল ছুঁড়ে মারা হয়। সমর্থকরা তার খারাপ পারফরমেন্সে উত্তেজিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামার আগে ক্লে কোর্টে কিছুটা আত্মবিশ্বাস যোগাতেই রোমে খেলেছেন জকোভিচ। ৩৭ বছর বয়সী জকোভিচ চলমান জেনেভা টুর্নামেন্টে শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড পেয়েছেন।

২০০৯ সালে একমাত্র ফাইনালে নাদাল ও জকোভিচের কেউই খেলেননি। এরপর থেকে এ পর্যন্ত প্রতিটি আসরের ফাইনালেই এই দুজনের কেউ না কেউ ছিলেন।

জকোভিচের কাছ থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেন ছিনিয়ে নেয়া বিশে^র দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার কোমরের ইনজুরির কারনে রোম ওপেনে খেলতে পারেননি। ২২ বছর বয়সী এই ইতালিয়ান ২০২০ সালে নিজের অভিষেক ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে খেলেছেন। শেষ আটে নাদালের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছিলেন সিনার। প্যারিসে খেলার জন্য ফিট হয়ে ওঠার জন্য সিনার বাড়তি যতœ নিচ্ছেন। এই টুর্ণামেন্টে তার সামনে সুযোগ রয়েছে জকোভিচকে ছাড়িয়ে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান পজিশন দখল করে নেবার।

কনুইয়ের ইনজুরির কারণে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ রোমে খেলতে পারেননি। গত বছর সেমিফাইনালে জকোভিচের কাছ থেকে প্রথম সেট জিতলেও পরে আর তা ধরে রাখতে পারেননি।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আযহা উদযাপিত

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আযহা উদযাপিত

আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরে কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়

রংপুরে কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়

বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : শিক্ষা প্রতিমন্ত্রী

বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী বলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : শিক্ষা প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে গোলাগুলিতে সরকার এখন পর্যন্ত একটি স্টেটমেন্ট আন্তর্জা‌তিক সম্প্রদা‌য়ের কা‌ছে তু‌লে ধর‌তে পা‌রে‌নি : ফখরুল

সেন্টমার্টিনে গোলাগুলিতে সরকার এখন পর্যন্ত একটি স্টেটমেন্ট আন্তর্জা‌তিক সম্প্রদা‌য়ের কা‌ছে তু‌লে ধর‌তে পা‌রে‌নি : ফখরুল

গাজা ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে: ইরানের সর্বোচ্চ নেতা

গাজা ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে: ইরানের সর্বোচ্চ নেতা

‘সেন্টমার্টিন ইস্যুতে সরকার কঠোর নজরদারিতে’

‘সেন্টমার্টিন ইস্যুতে সরকার কঠোর নজরদারিতে’

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মুকাররমে

পবিত্র ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মুকাররমে

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল

অতি বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যা, উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি

অতি বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যা, উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি

সউদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৬ উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায়

সউদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৬ উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায়

মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ : ওবায়দুল কাদের

মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, হামলার কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, হামলার কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

এসি বিস্ফোরণে এসে একে একে মারা গেলেন চারজন

এসি বিস্ফোরণে এসে একে একে মারা গেলেন চারজন

সরকার মানুষের আনন্দ কেড়ে নিয়েছে : রিজভী

সরকার মানুষের আনন্দ কেড়ে নিয়েছে : রিজভী

মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য বিভ্রান্তিমূলক : ওবায়দুল কাদের

মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য বিভ্রান্তিমূলক : ওবায়দুল কাদের

পরিবারের সাথে ঈদ করতে শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ

পরিবারের সাথে ঈদ করতে শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ