বন্দিদশা থেকে মুক্তি চান শরীর গঠন বিদরা!
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম
শরীরিক কসরতের মাধ্যমে যে খেলার আয়োজন হয় তাকে বলা শরীরগঠন প্রতিযোগিতা। প্রচীনকাল থেকেই বিশ্বব্যাপী আয়োজিত হয় খেলাটি। দুই বছর আগেও বাংলাদেশে নিয়মিত আয়োজন করা হতো শরীরগঠন প্রতিযোগিতা। এ খেলা পরিচালনার জন্য দেশে অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনের মতো রয়েছে স্বাতন্ত্র একটি ফেডারেশন। যার নাম বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন। তবে প্রায় দুই বছর ধরে এই ফেডারেশন অনেকটা নিষ্ক্রিয়। ফেডারেশনের ব্যবস্থাপনায় সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় শরীরগঠন চ্যাম্পিয়নশিপ। এরপর আর আয়োজন হয়নি জাতীয় প্রতিযোগিতাসহ অন্য কোনো টুর্নামেন্ট। সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের ছয় মাস পর শরীরগঠন ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ নির্বাচিত কমিটি ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি। সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত বছর জুনে সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও পরে তারা হাঁটেনি সেই পথে। বরং আওয়ামী লীগের নেতা হয়েও অসদাচরনের জন্য কারাবাসে গিয়েছিলেন অ্যাডহক কমিটির সভাপতি আদম তমিজী হক। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এনএসসি’র পরিচালক শেখ হামিম হাসান। তিনি ইতোমধ্যে এনএসসির পরিচালকের পদ থেকে অবসরে গেছেন। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর অন্যতম ক্ষমতাধর সহ-সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী ডা.দীপুমনির বড় ভাই এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে,আর,ওয়াদুদ টিপু রয়েছেন আত্মগোপনে। এমতাবস্থায় দেড় বছরেরও বেশি সময় ধরে ফেডারেশন কোনো প্রতিযোগিতার আয়োজন করতে না পারায় ঘর বন্দি আছেন দেশের শরীরগঠনবিদরা। যে কারণে তারা হতাশ। -৮৫ কেজি ওজন শ্রেণিতে তিনবার মিস্টার বাংলাদেশ খেতাব জেতা শেখ জামাল এ প্রসঙ্গে বলেন,‘কোনো খেলা না খেলেই চলে গেল প্রায় দুই বছর। এই সময় দেশের অইেশ শরীরগঠনবিদ হারিয়ে গেছেন। যারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারতেন। দীর্ঘ সময় খেলা না থাকলে বা প্রতিযোগিতা না হলে একজন বডিবিল্ডারের শরীরের কন্ডিশনও ভালো থাকে না। আমাদের তো সরকার থেকে কোনো সহযোগিতাই করা হয়না। এখন খেলা না হলে কীভাবে শরীর আয়ত্তে রাখি।’
বাংলাদেশ জিম মালিক সমিতি ও বাংলাদেশ জিম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, ‘প্রায় দুই বছর ধরে কোনো খেলা নেই। সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলামের আটবছর দায়িত্বকালে অনেক খেলা আয়োজন হত। এনএসসি এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতায় আগে প্রতিবছর পাঁচ থেকে সাতটি প্রতিযোগিতা আয়োজন করা হত। আন্তর্জাতিক শরীরগঠন প্রতিযোগিতা, আইএফবিবি বিশ^ শরীরগঠন প্রতিযোগিতা এবং এশিয়ান শরীরগঠন প্রতিযোগিতা থেকে যথাক্রমে রবিন ও আনোয়ার রৌপ্যপদক এনে দিয়েছেন। কিন্তু আজ তারা হারিয়ে গেছেন।’ তিনি যোগ করেন, ‘বর্তমানে নজরুলই একমাত্র বডিবিল্ডিং জাজ, যার আন্তর্জাতিক শরীরগঠন প্রতিযোগিতায় জাজিং করার অভিজ্ঞতা রয়েছে। আমরা নিয়মিত খেলা চাই। শরীরগঠনবিদদের বন্দিদশা থেকে মুক্তি চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
নির্বাচন যত দ্রুত হবে, জনগণের কাছে তত গ্রহনযোগ্য হবে- মির্জা ফখরুল
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী