৩৬ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের অর্থ ছাড় স্থগিত!
৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হচ্ছে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অভিভাবক সংস্থা। ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলোর দেখভাল ও তদারকির অধিকার একমাত্র এনএসসিরই রয়েছে। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ব্যাপারে তারা ছিল পুরোপুরি উদাসীন। তবে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরির্বতনে যেন নড়েচরে বসে এনএসসি। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করার পর ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষভাবে কাজ শুরু করে তারা। নির্ধারিত সময়ে অডিট প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এবং সভাপতির তথ্য প্রদান না করায় ৩৬ ফেডারশেন/অ্যাসোসিয়েশনের অর্থ ছাড় সাময়িকভাবে স্থগিত করেছে এনএসসি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনেই এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছে তারা। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশন/ অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এনএসসিতে দাখিল করার নির্দেশনা রয়েছে। এ রকম বিধান থাকলেও বিগত সময় ফেডারেশনগুলোকে এ নিয়ে তাগিদ দেয়নি এনএসসি। এবার এই বিষয়ে চিঠি প্রেরণ করেছিল তারা। নির্ধারিত সময়ের মধ্যে এবং কিছুদিন পর মিলিয়ে ২৩ ফেডারেশন অডিট প্রতিবেদন জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন/অ্যাসোসিয়েশন তাদের অডিট প্রতিবেদন জমা দেয়নি এনএসসিতে। এগুলো হচ্ছে- হকি, টেনিস, সাইক্লিং, উশু, দাবা, কাবাডি, কারাতে, স্কোয়াশ, শুটিং, অ্যাথলেটিক্স, গলফ, জিমন্যাস্টিক্স, রোইং, শরীর গঠন, ব্রিজ, ঘুড়ি, বেসবল-সফটবল, সেপাক টাকরো, বাশাআপ,প্যারা আরচ্যারি, মাউন্টেরিং, থ্রো বল, কান্ট্রি গেমস, মার্শাল আর্ট, কিকবক্সিং, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, ব্যুথান, সার্ফিং, ইয়োগা, চুকবল, জুজুৎসু ও খিউকুশিন। এছাড়া পাঁচটি ফেডারেশন তাদের সভাপতির তথ্য এনএসসিকে প্রদান করেনি। এ তালিকায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ভলিবল, সাঁতার, ভারত্তোলন ও বিলিয়ার্ড। যদিও বিসিবি এনএসসির অনুদান গ্রহণ করে না।
বিসিবি ছাড়া দেশের বাকি সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে আর্থিক অনুদান দিয়ে থাকে এনএসসি। বছরে চার কিস্তিতে এই অর্থ ছাড় হয়। এক কিস্তি নেওয়ার পর আরেক কিস্তি নেওয়ার সময় আগের কিস্তির হিসাব এবং হিসাবের বিপরীতে ভ্যাট/ট্যাক্স প্রদান করে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। তারা আর্থিক হিসাব দিলেও তাদের বাৎসরিক আয়-ব্যয় ও অডিট প্রতিবেদন এনএসসিতে জমা দেয় না। অনেক ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক ভিত্তি খুবই দুর্বল। কোম্পানি দিয়ে অডিট করানোর সামর্থ্যও নেই তাদের। আবার অনেক ফেডারেশনের সামর্থ্য থাকলেও স্বচ্ছ প্রক্রিয়ায় যায় না তারা। অডিট প্রতিবেদন জমা না দেওয়া শীর্ষ ফেডারেশনের মধ্যে রয়েছে হকি, দাবা, কাবাডি, শুটিংং, অ্যাথলেটিক্স ও জিমন্যাস্টিক্স।
এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে সকল ফেডারশেন সভাপতির সক্রিয়তা-নিষ্ক্রিয়তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল এনএসসি। তাদের সেই চিঠির জবাব দেয়নি ১৭ ফেডারেশন। আইন অনুযায়ী এনএসসির নির্দেশনা পালন করা ক্রীড়া ফেডারেশনগুলোর অন্যতম দায়িত্ব হলেও তা পালন না করায় ওই ১৭ ফেডারেশনের অর্থ ছাড়ও আপাতত স্থগিত হয়েছে। অডিট প্রতিবেদন জমা না দেওয়া ১২ ফেডারেশন রয়েছে এই তালিকাতেও। অডিট প্রতিবেদন জমা দিয়েও ভলিবল, সাঁতার, ভারত্তোলন ও বিলিয়ার্ড ফেডারেশন সভাপতি সংক্রান্ত চিঠির উত্তর না দেওয়ায় অর্থ স্থগিতকরণের তালিকায় পড়েছে। সভাপতি সংক্রান্ত চিঠির উত্তর দেয়নি বিসিবিও। ক্রিকেট বোর্ড অবশ্য এনএসসির অর্থ গ্রহণ করে না এক যুগেরও বেশি সময় ধরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ