রুট থাকলেও নেই স্টোকস
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
জো রুট ও বেন স্টোকসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে গত মাসেই অনিশ্চয়তার কথা বলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ ব্যাটসম্যান রুটের ওপর ভরসা রেখেছে ইংলিশরা। তাকে ফিরিয়ে ভারত সফর ও আসছে আইসিসি টুর্নামেন্টের ওয়ানডে দল সাজিয়েছে তারা। গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে অবশ্য জায়গা হয়নি স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার ভুগছেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। গত সপ্তাহে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানে পরাজিত হ্যামিল্টন টেস্টে এই চোট পান তিনি। ৩৪ ছুঁইছুঁই বয়সের রুট চলতি বছর শেষ করছেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে। সাদা পোশাকের সংস্করণে ২০২৪ সালে ৬ সেঞ্চুরি ও ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যানকে এবার রঙিন পোশাকের দলে ফেরালেন ইংল্যান্ডের সাদা বলেরও কোচের দায়িত্ব পাওয়া ব্রেন্ডন ম্যাককালাম। এক বছরের বেশি সময় পর ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেলেন রুট।
সবশেষ এই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। সেই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের হয়ে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেন তিনি। ২০১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রুট। এখন পর্যন্ত দেশের হয়ে ১৭১ ওয়ানডে খেলে ৪৭.৬০ গড়ে তার রান ৬ হাজার ৫২২, সেঞ্চুরি আছে ১৬টি।
লাল ও সাদা বলের জন্য ম্যাককালামের প্রায় একই দল গড়ার দর্শনের একটা ইঙ্গিত পাওয়া গেল। ১৫ জনের ওয়ানডে দলে চলতি বছর টেস্ট খেলা ৮ জনকে রেখেছেন তিনি। গতিময় সব পেসার নিয়ে দল সাজিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কনুইয়ের চোট কাটিয়ে ফিরেছেন মার্ক উড। তার সঙ্গে আছেন জফ্রা আর্চার, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ, জেমি ওভারটন। ২০২৩ সালের ডিসেম্বরের পর ওয়ানডে না খেলা গাস অ্যাটকিনসনকেও ফেরানো হয়েছে। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রাশিদ। স্পিন বোলিংয়ে তাকে সহায়তা করতে পারেন রুট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল।
ভারতের বিপক্ষে প্রায় একই দল নিয়ে টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ওয়ানডে দল থেকে টি-টোয়েন্টিতে কেবল নেই রুট। তরুণ স্পিনার রেহান আহমেদ জায়গা পেয়েছেন সেখানে। আগামী ২২ জানুয়ারি পাঁচ টি-টোয়েন্টির সিরিজ দিয়ে শুরু হবে ইংলিশদের ভারত সফর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। এরপর দুই দলের তিনটি ওয়ানডে মাঠে গড়াবে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি। পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা আগামী ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি।
ভারত সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টন, আদিল রাশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
ভারত সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রাশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক