পাঁচ বিভাগ ও ৩২ জেলাকে এনএসসির তাগিদ!
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
রাজনৈতিক পট পরিবর্তনে ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব জেলা, বিভাগ ও উপজেলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর ছয় দিন পর উক্ত সংস্থাগুলোর অ্যাডহক কমিটির কাঠামো নিরূপণ করে একটি নির্দেশনা জারি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কিন্তু প্রায় চার মাস হলেও এখনো অনেক জেলা-বিভাগ থেকে কমিটির প্রস্তাব এনএসসিতে আসেনি।
দেশে বিভিন্ন খেলার সর্বোচ্চ সংস্থা ফেডারেশন বা অ্যাসোসিয়েশন। সেই ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো নির্বাচিত হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের ভোটে। এখনো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন না হওয়ায় গতিহীন হয়ে পড়ছে অনেক ফেডারেশন/ অ্যাসোসিয়েশনের কার্যক্রম। ফলে কাজের গতি বাড়াতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্য ফেডারেশনগুলোর বিষয়গুলো উল্লেখ করে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের জন্য পাঁচ বিভাগ ও ৩২ জেলাকে পুনরায় তাগিদ দিয়েছেন এনএসসির সচিব মো.আমিনুল ইসলাম। দেশের আট বিভাগের মধ্যে কেবল মাত্র তিনটি যথাক্রমে চট্টগ্রাম,রাজশাহী ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা কমিটি পাঠিয়েছে এনএসসিতে। আর ৬৪ জেলা ক্রীড়া সংস্থার মধ্যে পঞ্চগড়, মানিকগঞ্জ, কুমিল্লা,নেত্রকোণা, সুনামগঞ্জ, মাগুরা, ভোলা,খুলনা,গাইবান্ধা, বরগুনা, যশোর, বগুড়া, লালমনিরহাট, নওগা, জামালপুর,ঝালকাঠি,রাজশাহী,রাঙামাটি,পিরোজপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, রংপুর, নীলফামারী, চুয়াডাঙ্গা, শেরপুর, ঠাকুরগাও,লক্ষীপুর,শরীয়তপুর,খাগড়াছড়ি, সাতক্ষীরা ও ঝালকাঠি-এই ৩২টি কমিটি প্রেরণ করলেও এখনো অনুমোদন দেয়নি এনএসসি। তিন বিভাগ ও ৩২ জেলার পাঠানো কমিটির অনুমোদন না দিলেও এনএসসি গতকাল পাঁচ বিভাগ ও অন্য ৩২ জেলা ক্রীড়া সংস্থাকে দ্রুত কমিটি গঠনের তাগাদা দিয়েছে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। তবে সাত সদস্যের অ্যাডহক কমিটির কাঠামোর রূপরেখায় বিভাগীয় ক্রীড়া সংস্থায় বিভাগীয় কমিশনার আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালককে সদস্য সচিব রেখেছে এনএসসি। জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব। জেলা ও বিভাগীয় উভয় পর্যায়ে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড়, কোচ, রেফারি) দুই জন, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী একজন, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি একজন ও ক্রীড়া সাংবাদিক একজন রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা একটি জেলা ও বিভাগ থেকে উক্ত ক্যাটাগরিতে পাঁচ জন ব্যক্তি খুঁজে পেতে ও অনুমোদন দিতে স্থানীয় প্রশাসন এবং এনএসসির প্রায় চার মাস পেরিয়ে যাচ্ছে!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক