ক্লাব খুঁজছেন পুলিশের আরচ্যাররা!
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

দেশে পুলিশ আরচ্যারি ক্লাব গঠিত হয় ২০১৯ সালে। কিন্তু সাত বছরের মাথায় বন্ধ করে দেওয়া হলো এই ক্লাবটি। ফলে ক্লাবের ২৫ জন আরচ্যারের সঙ্গে অন্ধকার নেমে এসেছে তাদের পরিবারেও। তাই আর্থিক সংকট কাটাতে ক্লাবটি ফের চালু করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দ্বারস্ত হচ্ছেন আরচ্যাররা। পুলিশ আরচ্যারি ক্লাবের অধিনায়ক আবুল কাশেম মামুন গতকাল বলেন,‘পুলিশ যতগুলো ডিসিপ্লিনে খেলে, তার মধ্যে সেরা আরচ্যারি। আমরা অনেক পদক এনে দিয়েছি, যা এই সময়ের মধ্যে অকল্পনীয়। তারপরও ২০২৪-২৫ অর্থ বছরে পুলিশের খেলা ডিসিপ্লিন থেকে বাদ দেওয়া হয়েছে আরচ্যারিকে। যা খুবই দু:খজনক। এ ব্যাপারে আমরা শিগগিরই যুব ও ক্রীড়া উপদেষ্টার দ্বারস্ত হবো।’
ক্লাব বিলুপ্ত করায় যে ২৫ আরচ্যার বেকার হয়ে গেলেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়। এতদিন তারা আশায় ছিলেন পুলিশে স্থায়ী চাকরি হবে বলে। এখন শুনলেন ক্লাবই নেই। ফলে তাদের তীর-ধুনক হাতে খেলা অনিশ্চিতের পাশাপাশি চাকরি স্থায়ী হওয়ার আশাও প্রায় শেষ। গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হয়। তারপর থেকেই পুলিশের আরচ্যারদের ভাতা বন্ধ হয়ে যায়। ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা করে ভাতা পেতেন পুলিশের আরচ্যারি খেলোয়াড় ও কোচরা। ভাতা বন্ধ হওয়ার পর থেকেই হতাশার মধ্যে দিন কাটছে আরচ্যারদের। আরচ্যারি খেলায় পুলিশ থাকছে না এটা নিশ্চিত হয় যখন ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বাংলাদেশ পুলিশ তাদের ক্রীড়া ক্লাবগুলোর কমিটি ঘোষণা করে। এই অর্থ বছরে পুলিশ ২৫টি ডিসিপ্লিনের ক্লাব ঘোষণা করেছে। সেখানে আছে ফুটভলির মতো অখ্যাত খেলাও। অথচ বিলুপ্ত করা হয়েছে অলিম্পিকের ডিসিপ্লিন আরচ্যারির ক্লাব। জানা গেছে, ভেঙ্গে দেওয়ার তালিকায় রয়েছে দাবা ও জিমন্যাস্টিকসহ আরো কয়েকটি ডিসিপ্লিনও। ২৪টি ক্রীড়া ডিসিপ্লিনের জন্য ১৩টি ও একটি কালচারাল ক্লাব ঘোষণা করে প্রত্যেকটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। মামুন বলেন, ‘২০১৯ সালে এই ক্লাব গঠনের পর থেকে আমি ছিলাম। আমাদের বছরব্যাপী ক্যাম্প হতো নড়াইল পুলিশ লাইনে। নারী ও পুরুষ মিলিয়ে ২৫ জন আরচ্যার ছিলেন পুলিশ ক্লাবের ক্যাম্পে। আমরা দুইবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সপ্তম কার্তিনি আন্তর্জাতিক আরচ্যারি চ্যাম্পিয়নশিপে আমরা ৭ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৩ ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আরচ্যারি ক্লাব গঠনের পর আমরা যত পদক এনে দিয়েছি পুলিশের খেলাধুলার ইতিহাসেও সব মিলিয়ে এত পদক আসেনি। অথচ কি কারণে সফল সেই ক্লাবটিকেই বিলুপ্ত করা হলো আমরা জানি না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সেই সন্দেহজনক আউটের তদন্ত করবে বিসিবি

ভারতে পালিয়ে থাকা আ’লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় গণহত্যার প্রতিবাদে নাচোলে যুবদলের বিক্ষোভ মিছিল

'সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত করলো ইউরোপীয় ইউনিয়ন

বৈশাখী মেলার জন্য নওগাঁয় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল

গাজায় নৃশংসতা বন্ধের দাবিতে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বিক্ষোভ

সিরাজদিখান থানায় ওসির হেফাজতে ছাত্র হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন

এ সরকারকে আরও ৫ বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ইসরায়েলের প্রতিবাদ করতে হবে: চবি ভিসি

নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে চার ভাইযের সব পুড়ে ছাই

মেহেরপুরে হারানো ১০৭টি মোবাইল ও টাকা উদ্ধার করে মালিককে তুলে দিল জেলা পুলিশ

দৈনিক ইনকিলাবের সিংগাইর উপজেলা সংবাদদাতার মায়ের ইন্তেকাল

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

হাজীগঞ্জ পৌরসভার বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, বেড়েছে মাদক সেবীদের আড্ডা

২০২৮ অলিম্পিকস ক্রিকেটে হবে ৬ দলের লড়াই