ডেভিস কাপ টেনিসের শেষ আটে বাংলাদেশ
মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ। গত সোমবার প্রথম ম্যাচে প্যাসিফিক ওশানিয়কে হারানোর পর গতকাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারিয়েছে গুয়ামকে। জয়ের ব্যবধান প্রথম ম্যাচের মতোই ২-১। পর পর দুই ম্যাচ জেতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে বাংলাদেশ। কাাল দ্বিতীয় খেলার প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে হারান।...