কাজাখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
এএইচএফ কাপ টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল ইন্দোনোশিয়ার জাকার্তায় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে আশরাফুল ইসলামের জোড়া গোলে বাংলাদেশ ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় কাজাখস্তানকে। ম্যাচে প্রথম গোল পেতে বেশ সময় লাগে বাংলাদেশের। আক্রমণের পর আক্রমণ করেও গোল আসছিল না। তবে ২৪ মিনিটে এগিয়ে যায় লাল-সবুজরাা। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে দলকে লিড এনে দেন (১-০)। মিনিট...