ফুলহ্যামকে রুখে দিয়েই ফাইনালে লিভারপুল
নিজেদের জন্য ফাইনালে উঠার রাস্তাটা প্রথম রাউন্ডেই অনেকটা মিশ্রণ করে ফেলেছিল লিভারপুল। লিগ কাপের সেমিফাইনালের প্রথম রাউন্ডে ঘরের মাঠে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়েছিল অল রেডসরা।
বুধবার প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় রাউন্ডে নামার আগে নুনেজ দিয়াসদের জন্য কাজটা তাই ছিল সহজ।জয় না পেলেও হেরে মাঠ ছাড়া যাবেনা।সেই কাজটা ঠিকঠাকই করল ইয়োহেন ক্লপের দল।আক্রমণে পুরোপুরি সফলতা না পেলেও জমাট রক্ষণে ফুলহ্যামকেও সেই কাঙ্খিত জয়ের...