ঢাকার হয়ে খেলতে চেয়েছিলেন মালিক!
অনেকটা বিস্ময় জাড়িয়েই বিপিএল ছেড়ে গেছেন শোয়েব মালিক। তবে যাবার আগে ও পরে তার কিছু কর্ম জন্ম দিয়েছে বিতর্কের। সন্দেহজনক বোলিং তো আছেই, আছে দল ফরচুন বরিশালের সঙ্গে সম্পর্কচ্ছেদের নেপথ্যের ঘটনাও। যা নিয়ে গত ক’দিন ধরেই চলছে চর্চা। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার বর্তমানে হয়তো আছেন নতুন বিবাহিত স্ত্রী সানা জাভেদকে নিয়ে মধু চন্দ্রিমায় ব্যস্ত। তবে যাবার আগে যে বিতর্ক উষ্কে দিয়েছেন...