তুরস্কে গ্রেপ্তার ইসরাইলের ফুটবলার
ফুটবল ম্যাচে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের বার্তা প্রদর্শন করায় ইসরাইলের এক ফুটবলারকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। সাগিব জেহেসকেল নামের ওই ফুটবলারকে ‘তুরস্কের মূল্যবোধবিরোধী কর্মকাÐ’- এর জন্য তার দল আন্তলিয়াসপোর থেকে বহিষ্কারও করা হয়েছে। এর আগে তুরস্কের বিচারমন্ত্রী জানিয়েছিলেন, জেহেসকেলের বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগে তদন্ত চলছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইসরাইল জাতীয় দলের খেলোয়াড়।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় গতপরশু...