দুই দিনের ব্যবধানে 'মুদ্রার অন্য পিঠ' দেখলেন ম্যাথিউস,জিম্বাবুয়ের স্মরণীয় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কাকে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একাই জিতিয়েছিলেন এঞ্জেলো ম্যাথিউস।শেষ দিকে দারুণ ব্যাটিং করে হার চোখ রাঙাতে থাকা লঙ্কানদের রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে সেই সুখ স্মৃতি পুরনো হতে না হতে এবার মুদ্রার অন্যপিঠও দেখে ফেললেন ম্যাথিউস।
মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার দেওয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করা জিম্বাবুয়ের শেষ ওভারে দরকার ছিল ২০ রান।সমীকরণটা বেশ কঠিন বিধায়...