পাকিস্তানী বোলারদের নিয়ে প্রবীণ কুমারের বিস্ফোরক মন্তব্য
রিভার্স সুইং নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জাতীয় দলের সাবেক পেসার প্রবীণ কুমার। তার দাবি, বল রিভার্স সুইং করানোর জন্য সবাই-ই বল টেম্পারিং করতেন, তবে পাকিস্তানী বোলাররা এটা করতেন একটু বেশিই।
সম্প্রতি ভারতের একটি শো ‘গেস্ট ইন দ্য নিউজরুম’-এ সাংবাদিক সৌরভ দ্বিবেদীর সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি...