শীর্ষে উঠলেন মনন ও নাসির
চালে ভুল করে পেছনে পড়ে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারানো ফিরোজ আহমেদ। ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার অষ্টম রাউন্ডের খেলায় হেরে পিছিয়ে পড়লেন আগের দিন শীর্ষে থাকা তাহসিন তাজওয়ার জিয়া ও সুব্রত বিশ^াস। এই রাউন্ডে চমক দিয়ে শীর্ষে উঠে এসেছেন অন্য দুই ফিদে মাস্টার নৌবাহিনীর মনন রেজা নীড় ও সেখ নাসির আহমেদ। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলা...