মৃত্যুকূপে ৩০ রানের জুটিই এখন চ্যালেঞ্জ
মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য মৃত্যুকূপ হয়ে ওঠা নতুন কিছু নয়। তবে এবার যেমন দেখা গেল, এরকম মাইনফিল্ড সম্ভবত আগে কখনও দেখা যায়নি। কোনো বল বিশাল টার্ন করছে তো কোনোটি যাচ্ছে একদম সোজা। কোনো ডেলিভালি হালকা টার্ন করছে, কোনোটি আবার লাফাচ্ছে অনেকটা। বোলারও হয়তো বুঝতে পারছিলেন না, বল কেমন হবে। ব্যাটসম্যানদের অবস্থা সহজেই বোধগম্য! প্রথম দিন প্রথম সেশন থেকেই যেন পঞ্চম...