বিশ্ব টেনিস ট্যুর
বিশ্ব টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫ এ বিদেশিদের জয়জয়কার। গতকাল রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত মূলপর্বের বালক এককের সব কটি খেলাতেই জিতেছে দক্ষিণ কোরিয়া। জয়ী খেলোয়াড়রা হলেন- জু হুন চু, ইয়ে চ্যান চোই, দং চিয়েন ইওম ও জিসুং লি। বালক দ্বৈতে যুক্তরাষ্ট্রের আরভ সম্রাট হাদা ও নেপালের প্রণব মানন্ধর জুটি, ভারতের প্রবীর মুকেশ চাভদা এবং নাশিক রেড্ডি গণগামা জুটি,...