ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
বার্সার সুযোগ হারানোর রাতে মিলানের পিএসজি বধ

হলান্ড দ্যুতিতে শেষ ষোলোয় সিটি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম

পুরোটা সময় ইয়াং বয়েজের ওপর ছড়ি ঘোরাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলা দলটিকে নিয়ে পরে ছেলেখেলায় মেতেছিলেন আর্লিং হলান্ড, ফিল ফোডেনরা। একপেশে ম্যাচে অনায়াস জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিল পেপ গার্দিওলার দল। গতপরশু রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে ফের সিটির নায়ক হলান্ড। অন্য গোলটি ফোডেনের। চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ ম্যাচে হলান্ডের গোল হলো ৩৯টি। গত মাসে ইয়াং বয়েজের বিপক্ষে প্রথম দেখায় দলের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

প্রথম চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে লাইপজিগও। চার ম্যাচে তিন জয়ে তাদের ৯ পয়েন্ট। বেলগ্রেড ও ইয়াং বয়েজের ১ পয়েন্ট করে।

একই রাতে ‘এইচ’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হেরে নকআউটে ওঠার সুযোগ হারায় বার্সেলোনা। রক্ষণ আগলে রেখে গতিময় ফুটবলে শাখতার দোনেৎস্ক এগিয়ে গেল প্রথমার্ধে। ম্যাচ জুড়ে নিজেদের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি বার্সেলোনার আক্রমণভাগ। রবের্ত লেভান্দোভস্কি-ফেররান তরেস জোয়াও ফেলেক্সিরা পারলেন না প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে। প্রতিপক্ষের মাঠে হেরে গেল বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে নেওয়া ১৩টি শটের মাত্র একটিই পোস্টে রাখতে পারে তারা। তাতেই শাখতারের মাঠে ম্যাচটি ১-০ গোলে হেরে গেছে জাভি হর্নান্দেসের দল। কাম্প ন্যুয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেলেও ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাখতার। পরের ম্যাচে রয়াল আন্টওয়ের্পকে ২-০ গোলে হারিয়েছে পোর্তো। চার ম্যাচে তিন জয়ে সমান ৯ পয়েন্ট করে নিয়ে বার্সেলোনা শীর্ষে, পোর্তো দুইয়ে আছে। ৬ পয়েন্ট নিয়ে তিনে শাখতার। আন্তোয়ের্প এখনও পয়েন্ট পায়নি।

এদিকে, শুরু থেকে শেষ পর্যন্ত, আক্রমণের জবাবে চলল পাল্টা আক্রমণ। সুযোগও তৈরি হলো অসংখ্য। তারকাসমৃদ্ধ পিএসজি প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারল না। এক মাস ধরে চলা ব্যর্থতার জাল ছিঁড়ে জয়ের আনন্দে ভাসল এসি মিলান। সান সিরোয় ম্যাচটি ২-১ গোলে জিতেছে এসি মিলান। মিলান স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর থেকে ব্যর্থতা ঘিরে ধরেছিল এসি মিলানকে। সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ চার ম্যাচের একটিও জিততে পারেনি তারা; এর তিনটিতেই হারে দলটি, অন্যটি ড্র। অবশেষে পেল জয়ের স্বাদ। মিলানের এই জয়ে ‘এফ’ গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে পিএসজির পয়েন্ট ৬। আসরে প্রথম জয়ের দেখা পাওয়া মিলান ৫ পয়েন্ট নিয়ে উঠেছে তিন নম্বরে। চতুর্থ স্থানে নিউক্যাসলের পয়েন্ট ৪।

এছাড়া, স্কটিশ ক্লাব সেল্টিককে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হওয়া দলটির জালে দুবার করে বল পাঠান অঁতোয়ান গ্রিজমান ও আলভারো মোরাতা। স্প্যানিশ ক্লাবটির অন্য দুই গোলদাতা সামুয়েল লিনো ও সাউল নিগেস। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে আতলেতিকো। গ্রুপের আরেক ম্যাচে ফেইনর্ডকে ১-০ গোলে হারিয়েছে ল্যাজিও। ৭ পয়েন্ট নিয়ে ইতালির ক্লাবটি আছে দুইয়ে। তৃতীয় স্থানে ফেইনর্ডের পয়েন্ট ৬। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সেল্টিক।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত