হল্যান্ডের হ্যাট্রিকে সিটির গোল উৎসব
এরলিং হল্যান্ড কাছে যেন গোল করাটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ! গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল দেওয়ার নতুন রেকর্ড গড়া এই নরওয়েজিয়ান স্ট্রাইকার নতুন মৌসুমেও আছেন দারুণ ছন্দে।লীগের মাত্র চতুর্থ ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন হল্যান্ড।
তার হ্যাট্রিকে শনিবার ঘরের মাঠে ফুলহ্যামকে ৫-১ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে সিটি।এ নিয়ে লীগের প্রথম চার ম্যাচের সবকটিতে জয় পেল সিটি।অপর দুটি গোল করেছেন হুলিয়ান...