বিদেশি ক্লাবের প্রধান কোচ হলেন বিদ্যুৎ
জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ‘এ’ লাইসেন্সধারী কোচ আজমল হোসেন বিদ্যুৎ অনন্য এক রেকর্ড গড়লেন। প্রথম বাংলাদেশি ফুটবল কোচ হিসেবে বিদেশি কোনো ক্লাবের দায়িত্ব পেয়েছেন তিনি। ভুটান প্রিমিয়ার লিগের ক্লাব থিম্পু রাভেন এফসির প্রধান কোচের দায়িত্ব নিতে গতপরশু বিকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে বর্তমানে ভুটানের রাজধানী থিম্পুতে আছেন বিদ্যুৎ।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, মাসিক ৫০ হাজার রুপি বেতনে থিম্পু রাভেন এফসির...