স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ৩৩ পদক
বার্লিন স্পেশাল অলিম্পিকের বিশ^ গেমসে ২৪টি স্বর্ণসহ ৩৩টি পদক জিতেছেন বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এ আসরে অভূতপূর্ব ক্রীড়ানৈপূন্য প্রদর্শন করে ৮টি ডিসিপ্লিনে ২৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ৫টি ব্্েরাঞ্জপদক জিতে নেন বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরা। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়। অ্যাথলেটিক্সে ৬টি স্বর্ণ ৩টি রুপা, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাঁতারে...