এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি ফ্রিস্টাইলারদের ৩ সোনার মেডেল জয়
কিরগিজস্তানের বিশকেকে চলমান অনুর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে তিন তরুণ ইরানি ফ্রিস্টাইল কুস্তিগীর তিনটি স্বর্ণপদক জিতেছে।
ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সিনা খলিলিল (৬৫ কেজি), আবুলফজল হোসেনি (৭১ কেজি) এবং আবোলফজল রহমানি (৮০ কেজি)।
অন্যান্য ফ্রিস্টাইল রেসলাররা সামনের দিনগুলিতে ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৯২ এবং ১১০ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে গত রোববার ইরানের অনুর্ধ্ব-১৭ গ্রেকো-রোমান কুস্তি দল কিরগিজস্তানের বিশকেকে অনুর্ধ্ব-১৭ এশিয়ান...