ফাইনালের আগেই আরেক ফাইনাল
কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে খেলবেন, এই ব্যাপারটা অনুমেয় ছিল। তবে অঅনুমেয় ছিল এই স্প্যানিশ টিন এজারের কোয়ার্টার ফাইনালে খেলার ধরন। ফ্রান্সের ফিলিপে শাতিয়েঁর কোর্টে পুরুষ এককের শেষ আটের লড়াইয়ে পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোস চিচিপাসকে দাঁড়াতেই দিলেন না স্প্যানিশ তারকা। পরশু রাতে আলকারাজ স্টেট ৬-২, ৬-১, ৭-৬ (৭-৫) সেটে ম্যাচ জিতে পৌঁছে গেলেন সেমিফাইনালে। লাল দুর্গের রাজা রাফায়েল নাদালের...