আট দশক পর ফ্রেঞ্চ ওপেনে চীন!
সেই ১৯৩৭ সালের কথা। সেবারই সবশেষ ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলেন চীনের কোন পুরুষ খেলোয়াড়। তারা হচ্ছেন খো সিন-খেই ও চোয় ওয়াই-চুয়েন। এরপর দীর্ঘ ৮৬ বছরে রোলা গাঁরোর মূল পর্বে চীনের কেউ জায়গা করতে পারেননি। এবারই আট দশকের বেশি সময় পর এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে খেলবে চীনের পুরুষ খেলোয়াড়। যার মধ্যে অন্যতম গেল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা উ ইবিং।...