সেজদায় রোনালদোর গোল উদযাপন
দুই-তিন মৌসুম আগের কথা। দল পিছিয়ে আছে বা সমতায়, এমন অবস্থায় গোলের জন্য সবাই তাকিয়ে থাকতো ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই। মজার বিষয় হচ্ছে খুব কমই সময়ই হতাশ করতেন পর্তুগিজ তারকা। শুধু গোলই করতেন ব্যাপারটা এমন না, দৃষ্টিনন্দন ব্যাপারটি থাকতোই। বয়স বেড়েছে রোনালদোর। ইউরোপের পাঠ চুকিয়ে তিনি এখন খেলেন সউদী প্রো লিগে। তবে আবারও সেই সেরা সময়ের ঝলক দেখা গেল ৫ বারের...