নরওয়েতে ফাহাদ ৩৩তম
নরওয়ের অসলো শহরে শেষ হওয়া ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ৩৩তম স্থান পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। নয় খেলায় ৫ পয়েন্ট পান তিনি। রোববার অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রানেথ ভুপ্পালার সঙ্গে ড্র করেন।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় প্রানেথ ভুপ্পালার সঙ্গে ৫৪ চালে ড্র করে...