এক বিশ্বকাপে ১৩ গোল করা সেই ফরাসি ফুটবল কিংবদন্তি আর নেই
১৯৫৮ বিশ্বকাপ ফুটবল আসরে এক অনন্য রেকর্ড গড়েন ফ্রান্স ফুটবল দলের সাবেক কিংবদন্তি জাস্ট ফন্টেইন। এর পরের ষাট বছরেও যে রেকর্ড এর ধারে কাছে যেতে পারেন নি অন্য কোন খেলোয়াড়। অতিমানবীয় এ রেকর্ডের মালিক ফন্টেইন আজ পৃথিবীর মায়া ছেড়েছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মরক্কোয় জন্ম নেওয়া এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ফ্রান্সের হয়ে।এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে নিজের নাম স্বর্ণাক্ষরে...