প্রায় চার দশক পর প্রথম বিভাগ হকিতে ঊষা
প্রায় চার দশক পর (৩৮ বছর) প্রথম বিভাগ হকি লিগে খেলবে এক সময়ের তারকা সমৃদ্ধ দল ঊষা ক্রীড়া চক্র। সর্বশেষ ১৯৮৪ সালে প্রথম বিভাগ লিগে খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগে উঠেছিল দলটি। কিন্তু ২০১৮ সালে প্রিমিয়ার লিগে না খেলার খেসারত তাদেরকে দিতে হয়েছে প্রথম বিভাগে অবনমনের মাধ্যমে। ওই মৌসুমে প্রিমিয়ার লিগের দলবদলের দিনক্ষণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় আর খেলেনি ঊষা।...