তিন মার্কিন নারী নিখোঁজ
১২ মার্চ ২০২৩, ০৭:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৭ এএম
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর একটি বাজারে কাপড় বিক্রি করতে যাওয়া তিন আমেরিকান নারী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। টেক্সাসের একটি ছোট শহরের পুলিশ প্রধান শনিবার এ কথা জানিয়েছেন। পুলিশ প্রধান বলেন, মেরিনা পেরেজ রিওস (৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ পেরেজ রিওস (৪৭) ও তাদের বন্ধু ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস সেনজ (৫৩) ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন। খবর এএফপি’র। সীমান্তবর্তী শহর পেনিটাসের পুলিশপ্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান, টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি। বারমেয়া জানান, এফবিআইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে মার্কিনীদের বসন্তের ছুটি কাটাতে মেক্সিকো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী এই দেশটিতে মাদক চক্রের সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিনীদের সাবধান করেছেন কর্মকর্তারা। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। টেক্সাসের জননিরাপত্তা বিভাগ (ডিপিএস) বলছে মাদক চক্রের সহিংসতা বৃদ্ধির কারণে পার্শ্ববর্তী দেশটিতে প্রবেশ ঝুঁকিপূর্ণ। ডিপিএস এর পরিচালক স্টিভেন ম্যাক্রো বলেন, ‘মাদক চক্রের সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকা-ের কারণে এখন মেক্সিকোতে যে কারও প্রবেশে হুমকি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনগণকে মেক্সিকো ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করছি আমরা।’ প্রায় দুই সপ্তাহ আগে মেক্সিকোর বাজারে কাপড় বিক্রি করতে যাওয়ার পর থেকে তিনজন আমেরিকান নারীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি গত সপ্তাহেও সীমান্ত পার হয়ে চার মার্কিন নাগরিক মেক্সিকোর মাতামোরোস শহরে যান। এরপরই অপহরণের শিকার হন তারা। তাদের মধ্যে ২ জন গোলাগুলিতে প্রাণ হারান এবং বাকি দুইজন সুস্থভাবে ফিরতে পেরেছেন। গোলাগুলিতে মেক্সিকোর একজন নাগরিকও প্রাণ হারান। এ ঘটনার পরেই সবাইকে সাবধান করে টেক্সাস কর্তৃপক্ষ। অবশ্য এই ঘটনার কারণে ক্ষমা চেয়ে নিজ দলের বন্দুকধারীদের পুলিশের হাতে তুলে দেয় চক্রটি। মেক্সিকোর কর্তৃপক্ষ বলছে, চক্রটি ভুলবশত মার্কিন নাগরিকদের নিজেদের শত্রু মনে করেছিলো। তাই পালানোর চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় চক্রটি। এ ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরে মেক্সিকোর। এএফপি, বিবিসি।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
একজনের সুদের টাকার ঘটনায় অন্যজনকে হত্যা
ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা
বই পায়নি চার লাখ শিক্ষার্থী
‘ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন’
১৭ দিন ধরে চিলমারী-রৌমারী নৌ রুটে বন্ধ ফেরি চলাচল
মেসি-সুয়ারেসের সাথে আবার এক হচ্ছেন নেইমার
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
সহদেবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন ৪৪ টাকা
অস্কার প্রতিযোগিতায় শক্ত অবস্থানে বাংলা ছবি 'পুতুল'
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক
মার্কিন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, নতুন বিল পাশ
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
দেশীয় ফ্রিজ এসি-মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম