সৈয়দপুরে শুঁটকি রফতানিতে ভাটা
১৭ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম
সরবারাহ না থাকার কারণে ভারতে শুঁটকি মাছ রপ্তানি করতে পারছেন না নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়ীরা। দুই হাজার ৪০০ টন চাহিদার বিপরীতে মাত্র ২৪০ টন শুটকি রপ্তানি করতে করতে পেরেছেন তারা। এর ফলে প্রায় ১০০ কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছে তাঁদের। এ বছর শ্রমিক খরচ ওঠানো নিয়েই শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এমনটি জানিয়েছেন এখানকার কয়েকজন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্যিক সৈয়দপুরে রয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শুটকি মাছের আড়ৎ। দেশের বিভিন্ন জায়গা থেকে শুঁটকি আসে এখানে। এর মধ্যে চলনবিল থেকে আসা পুটি মাছের শুটকির চাহিদা বেশি। ভারতের পাহাড়ি অঞ্চলে মে-জুন মাসে মশাবাহিত এক ধরনের রোগ দেখা দেয়। যা পুঁটি মাছের শুঁটকি খেলে সেরে যায়। তাই সেই সময় দিকে সৈয়দপুর আড়ৎ থেকে প্রচুর পুঁটি মাছের শুঁটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম, মনিপুরসহ পাহাড়ি অঞ্চলগুলোতে। কিন্তু সামুদ্রিক এবং অন্যান্য দেশি মাছের শুঁটকির সরবরাহ পর্যাপ্ত থাকলেও এ বছর বিরুপ প্রকৃতির কারণে পুঁটি মাছের শুঁটকির সরবরাহ প্রায় নেই বললেই চলে। যার ফলে শত কোটি টাকার রপ্তানি বাণিজ্যে এক প্রকার ধস নেমেছে।
ব্যবসায়ীদের হিসাবে, প্রতি বছর অন্তত দুই হাজার ৪০০ টন শুঁটকি সৈয়দপুর থেকে ভারতে রপ্তানি হয়। আকার ভেদে শুঁটকির দাম হয় একেক রকম। গড়ে ৫০০ টাকা কেজিতে এক টনের দাম ৫ লাখ টাকা। সব মিলিয়ে অন্তত ১২০ কোটি টাকার শুঁটকি রপ্তানি হয়। অথচ এই মৌসুমে ১০ জানুয়ারি পর্যন্ত রপ্তানি হয়েছে ২৪০ টন।
ময়মনসিংহ থেকে সৈয়দপুরের শুঁটকি আড়তে এসেছেন ব্যবসায়ী লিয়াকত হোসেন। উদ্দেশ্য পুঁটি মাছের শুঁটকি কিনে ভারতে রপ্তানি করবেন। তিনি বলেন, প্রতিবছর ১৫ থেকে ২০ ট্রাক পুটি মাছের শুটকি ভারতে রপ্তানি করি। কিন্তু এবার এসে চাহিদা অনুযায়ী শুঁটকি পাইনি, তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছি।
আড়তদার আতাবুল ইসলাম জানান, এ বছর বৃষ্টি কম হয়েছে। যার ফলে পুঁটি মাছের সংকট দেখা দিয়েছে। পুঁটি মাছের শুঁটকি আসে মূলত চলনবিল এলাকা থেকে। বিলেই এবার মাছ কম তাই শুঁটকিও কম এসেছে।
সৈয়দপুরের রপ্তানিকারক শাহাবুদ্দিন মিয়া বলেন, এই মৌসুমে রপ্তানি বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অনেকেই ব্যাংক লোনের ঝুঁকি নিয়ে থাকেন। কিন্তু অনেক ব্যবসায়ী এ বছর সংকটে পড়েছেন। এ বছর রপ্তানি করার জন্য আমিও ব্যাংক থেকে লোন নিয়েছি। কিন্তু শুটকি মাছ রপ্তানি করতে না পারায় ব্যাংক লোন শোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।
সৈয়দপুর শুকনা মাছ আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আবুল বাশার বলেন, বর্তমানে সৈয়দপুরের শুঁটকি আড়তে ১৩টি আড়ৎ ও ৬৪টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আছে। মাসে কমপক্ষে ১০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। এখানে কাজ করেন প্রায় ১ হাজার শ্রমিক। ৫০-৬০ প্রকারের মাছের শুঁটকি পাওয়া যায় এখানে। ভারতে শুটকি রপ্তানি করতে না পারায় এবার খরচ তোলায় কঠিন হয়ে যাবে। ফলে বড় ধরনের লোকসানে পড়বেন ব্যবসায়ীরা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া
মৃত্যুর আগে ৭২ ঘন্টা কিছুই খাননি হামাস নেতা সিনওয়ার
যানজটমুক্ত কক্সবাজার শহর গড়তে জেলা পুলিশ প্রশিক্ষণ দিচ্ছে ড্রাইভারদের
ইসিকে সরকারের ৯ সতর্কতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত
কী কারণে স্যোশাল ইসলামী ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য
মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!
সঞ্চয়পত্র থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, যা বলছেন নেটিজেনরা
'মিডিয়ায় মাফিয়া তাপসের উত্থান এবং হেরেমখান বৃত্তান্ত'
স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার
ট্রাম্পকে সমর্থন জানালেন মার্কিন পডকাস্টার জো রোগান