ঝিটকা বাজারে চরম জনর্দুভোগ
১৮ জুন ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে জ্যাম যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রধান রাস্তা আটকে কাঁচা মালের আড়ৎ বসায় প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত জ্যামের কারণে জনর্দুভোগ চরমে পৌঁছেছে। এছাড়াও বাজারের প্রধান প্রধান গলিতে যত্রতত্র ফুটপাতে দোকান ও বড় বড় দোকানের মালিকগণ দোকানের সামনে গলি আটকে তেলের ড্রামসহ অন্যান্য মালামাল রাখায় যান চলাচলসহ মানুষজনের হাঁটা চলাচলেও কষ্টকর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল আটটা থেকে বাজারের ভেতরে সড়ক ও জনপথের রাস্তা দখল করে পিঁয়াজ ও কাঁচামরিচের বাজার বসে। এতে করে যানচলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনই জ্যামে ভোগান্তি পোহায় সাধারণ জনগণকে। যান চলাচলের রাস্তা দখল করে পিঁয়াজ মরিচসহ বিভিন্ন কাঁচামালের বাজার বসায় মালবাহী রিকশা, নছিমন, ইজিবাইকসহ বিভিন্ন ধরণের পন্যবাহী যানবাহনে রাস্তা আটকে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়। জরুরি ভিত্তিতে কোনো যানবাহন বাজারের সময় আসা যাওয়া করতে পারে না। অনেক সময় মূমুর্য রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও আটকা যায়। ফলে সাধারন মানুষেরও ভোগান্তির শেষ নেই। এছাড়াও বাজারের প্রধান গলিতে যত্রতত্রন পন্যবাহী গাড়ি পার্কিং মালামাল লোড আনলোড করা যেন নিত্য দিনের রুটিন। বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে ছিটিয়ে অপরিকল্পিতভাবে সবজির দোকান বসায় বাজারের প্রধান গলিতেও জ্যামের সৃষ্টি হয়। একাধিক সবজি ব্যবসায়ীরা দাবি করে বলেন, বাজারের বিভিন্ন প্রান্তরে ছাড়িয়ে ছিটিয়ে সবজির দোকান বসায় তাদের ব্যবসায়ও সমস্যা হচ্ছে। সবজি ব্যবসায়ী পবন বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি, সবজি ব্যবসায়ীদেরকে একটি নির্দিষ্টস্থানে জায়গা করে দিলে আমরা একজায়গা ব্যবসা করতে পারতাম। এতে আমাদের ব্যবসার সুবিধার পাশাপাশি ক্রেতাদেরও ভাল হবে এবং বাজারের জ্যামও অনেক কমে যাবে। কিন্তু কেউ এ ব্যাপারে উদ্যোগী হয় না।
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া জানান, ঝিটকা বাজার উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার। এখানে প্রায় ছয়টি ইউনিয়ন থেকে পিয়াজ মরিচ আমদানী হয়। আমাদের কাঁচা মালামাল বেচাকেনার স্থায়ী জায়গা না থাকায় রাস্তা আটকেই বেচাকেনা করতে হচ্ছে। এতে প্রতিদিন জ্যামের সৃষ্টি হয়। জনগণেরও অনেক ভোগান্তি হয়। বাজারের পাশেই আমরা ব্যবসায়ীরা মিলে একটি জায়গা কিনে কাঁচামালের আড়ৎ-এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেখানেও আমাদের অনুমতি মিলছে না। বাজার ব্যবস্থা কমিটিও বিষয়টি নিয়ে উদ্যোগ নিচ্ছেন না। এখন আমরা কি করতে পারি?
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সদস্য জিন্নত আলী বলেন, আমাদের আলাদাভাবে একটা কাঁচামালের আড়তের দরকার। কিন্তু বাজার ব্যবস্থা কমিটি কোনো উদ্যোগী হচ্ছে না। ফলে রাস্তা আটকে পিঁয়াজ কাচামরিচ নিয়ে কৃষক বসে যাচ্ছে। এতে করে প্রতিদিনই জ্যামের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জনগণও হয়রানির শিকার হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, অতিরিক্ত হ্যালো বাইকের কারণে জ্যামের সৃষ্টি হয়। আমরা হ্যালো বাইকগুলোকে একটা নীতিমালার ভেতরে এনে শৃঙ্খলার সাথে পরিচালনার উদ্যোগ গ্রহণ করছি। এছাড়াও বাজারে রাত দশটার আগে যেন কোনো মালামাল লোড-আনলোড করা না হয় সে জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যানজট নিরসনের ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের উদ্যোগ নিয়ে একটি নিয়মিত কমিটিরও ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। আশা করছি, দ্রুতই সমস্যা নিরসন হবে, ইনশাআল্লাহ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা

আদালতে মডেল মেঘনা আলম, প্রতারণার মামলা

মোদিকে মমতার সতর্কতা : শাহকে নিয়ন্ত্রণ করুন

নতুন আয়নাঘরের সন্ধান, উঠে এলো ভয়াবহ চিত্র

গৌরীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ-অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানের মৃত্যু

বরিশালে ১৮ লাখটন বোরো চাল ঘরে তুলতে শতভাগ আবাদ সম্পন্ন

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে : দেলাওয়ার

‘মিশন কমপ্লিট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ট্যাটাস

আলোর মুখ দেখেনি যেসব ঢাকাই সিনেমা

হার্ভার্ড বামপন্থীদের আখড়া, শিক্ষার জন্য উপযুক্ত নয় : ট্রাম্প

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া

কর্তাব্যক্তির ইশারায় চলে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি-দূদক

ওয়াকফ আইন’ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ৮৫টি কবর ভাঙচুর

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ, সিলেটে বিএনপির নানা কর্মসূচি

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি